T-20: প্রথম দক্ষিণ আফ্রিকার ব্যাটার হিসেবে টি-২০-তে রেকর্ড মিলারের! পা রাখলেন বিরাট, গেইলের ক্লাবেও

People's Reporter: এই তালিকায় প্রথমে আছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল (১৪৫৬২)। পরে আছেন শোয়েব মালিক (১৩০৭৭)।
ডেভিড মিলার
ডেভিড মিলারছবি - সংগৃহীত
Published on

টি-২০ ক্রিকেটের সমস্ত ফরম্যাটে ১০ হাজার রান সম্পূর্ণ করলেন ডেভিড মিলার। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, ক্রিস গেইলের সাথে তিনিও একই ক্লাবে প্রবেশ করলেন। এছাড়া প্রথম দক্ষিণ আফ্রিকান ব্যাটার হিসেবেও নজির গড়েছেন তিনি।

বুধবার এসএ২০ টুর্নামেন্টে পার্ল রয়্যালস বনাম জোবার্গ সুপার কিংস-র ম্যাচ ছিল। সেই ম্যাচেই ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন মিলার। এই ইনিংসের সুবাদেই ১০ হাজার রানের গণ্ডি টপকালেন এই তারকা ব্যাটার।

এই তালিকায় প্রথমে আছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল (১৪৫৬২)। পরে আছেন শোয়েব মালিক (১৩০৭৭), কাইরন পোলার্ড (১২৫৭৭), অ্যালেক্স হেলস (১২০০২), বিরাট কোহলি (১১৯৯৪), অজি তারকা ডেভিড ওয়ার্নার (১১৮৬০), অ্যারন ফিঞ্চ (১১৪৫৮), ভারতের রোহিত শর্মা (১১১৫৬), ইংল্যান্ডের জস বাটলার (১১১৪৬), কলিন মুনরো (১০৬০২), ইংল্যান্ডের জেমস ভিন্স (১০০১৯) এবং মিলার (১০০১৯)।

এলিমিনেটর রাউন্ডের ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নামেন মিলার। ৪০ বলে ৪৭ করেন। ৪টি চার এবং ২টি ছয় রয়েছে তাঁর ইনিংসে। ইমরান তাহিরের বলে আউট হয়ে ফিরে যান তিনি। ১৮.৫ ওভারেই ১৩৮ রানে শেষ হয় পার্ল রয়্যালসের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৩.২ ওভারেই ১ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলে জিতে যায় জোবার্গ সুপার কিংস। সুপার কিংসের হয়ে ৬৮ রান করেন প্লুয়ি এবং ৫৫ রানে অপরাজিত থাকেন ডু'প্লেসিস।

ডেভিড মিলার
Ranji Trophy: রঞ্জির নকআউটে যাওয়া আদৌ কি সম্ভব বাংলার? কী বলছে সমীকরণ?
ডেভিড মিলার
WTC: দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই শীর্ষ স্থানে নিউজিল্যান্ড! ভারত নামলো আরও এক ধাপ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in