ক্রিকেট দুনিয়ায় ফের কোভিডের হানা। এবার কোভিড পজিটিভ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনার। দ্বিতীয় ম্যাচেও তাঁকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ক্রিকেট ময়দানে ফের ফিরলো কোভিড আতঙ্ক। শুক্রবার নিউজিল্যান্ডের ইডেন পার্কে ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে দুই দল। কিন্তু কিউই শিবিরে নেই দলের নির্ভরযোগ্য স্পিনার স্যান্টনার। শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট এক্স হ্যান্ডেলে জানায়, স্যান্টনারের শরীরের কোভিডের উপসর্গ থাকায় পরীক্ষা করা হয়। শুক্রবার সেই রিপোর্ট পজিটিভ আসে। ফলে প্রথম ম্যাচে পাওয়া যাবে না তাঁকে।
শুধু প্রথম ম্যাচই নয় দ্বিতীয় ম্যাচেও (১৪ জানুয়ারি) পাওয়া যাবে কিনা তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ হবে সেড্ডন পার্কে। সেখানে একাই যেতে হবে তারকা স্পিনারকে। দলের সঙ্গে যেতে পারবেন না তিনি। স্যান্টনারের না থাকাটা কিছুটা হলেও সমস্যায় ফেলতে পারে নিউজিল্যান্ড দলকে।
অন্যদিকে প্রথম ম্যাচে টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক শাহিন আফ্রিদি। প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ২২৬ রান তোলে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসন (৫৭) এবং ড্যারিল মিচেল (৬১)-র ইনিংসের সুবাদে রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। এখন দেখার পাকিস্তান সেই লক্ষ্য জয় করতে পারে কিনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন