চলতি মাসেই ভারত সফরে আসছে নিউজিল্যান্ড। পাকিস্তান সফর শেষ করে ইন্ডিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওডিআই এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ব্ল্যাক ক্যাপসরা। এই সফরে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নেতৃত্ব দেবেন স্পিনার অলরাউন্ডার মিচেল স্যান্টনার। কেন উইলিয়ামসন এবং টিম সাউদির অনুপস্থিতিতে তাঁর হাতেই টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে অধিনায়কের ব্যাটন তুলে দিচ্ছেন কিউই নির্বাচকরা।
ভারত সফরে কিউই দলের চমক হলেন বেন লিস্টার। প্রথমবার নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন তিনি। গত মরশুমে অকল্যান্ড ক্রিকেট সংস্থার বর্ষসেরা বোলারের পুরস্কার জিতেছিলেন লিস্টার। ২৭ বছর বয়সী পেসার গতবছর নিউজিল্যান্ড-এ দলের সঙ্গে ভারত সফরে এসেছিলেন। স্যান্টনারের নেতৃত্বাধীন টি-টোয়েন্টি দলে তিনি ডাক পেলেন।
পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে অভিষেক ঘটানো কেন্টারবেরি কিংসের হেনরি শিপলেও রয়েছেন দলে। এছাড়াও গত বছরের ইউরোপীয় সফরে স্কটল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর প্রথমবারের মতো কিউই দলে ওটাগো ভোল্টস লেগ-স্পিনিং অলরাউন্ডার মাইকেল রিপনকেও ডাকা হয়েছে। নিউজিল্যান্ডের এই টি-টোয়েন্টি দলে গত বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে রয়েছে নয়জন খেলোয়াড়।
২৭ জানুয়ারি রাঁচিতে খেলা হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। ২৯ জানুয়ারি লখনউয়ে খেলা হবে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। ১ ফেব্রুয়ারি আমদাবাদে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ।
ভারত সফরে ব্ল্যাক ক্যাপসদের টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেন ক্লেভার, ডেভন কনওয়ে, জেকব ডাফি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, হেনরি শিপলি, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন