কলকাতার কাছে হার মানলো গুজরাট। আইপিএলের মিনি নিলামে প্যাট কামিন্সের থেকেও বেশি মূল্য উঠলো অজি ফাস্ট বোলার মিচেল স্টার্কের। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে স্টার্কে কিনলো কলকাতা নাইট রাইডার্স।
মঙ্গলবার আইপিএল নিলামের প্রথমেই প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষে কিনে চমক দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ওটাই ছিল আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার। সেই রেকর্ডও আজকেই ভেঙে দিল কলকাতা নাইট রাইডার্স। মিনি নিলামের জন্য কে কে আর ৩২ কোটি ৭০ লক্ষ টাকা নিয়ে নেমেছিল।
আগামী মরসুমের জন্য কে কে আরের ফাস্ট বোলার সবথেকে বেশি প্রয়োজন ছিল। সেই লক্ষ্যেই প্রথমে টাকা জমিয়ে রাখছিল তারা। মিনি নিলামে স্টার্কের নাম আসতেই ঝাঁপিয়ে পড়ে গুজরাট এবং কলকাতা। জোর লড়াই চলে দুই ফ্রাঞ্চাইজির মধ্যে। কিন্তু শেষ হাসি হাসলো কে কে আর। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে অজি পেসারকে কিনে নিল তারা।
এছাড়া কলকাতা কিনেছে ভারতীয় বোলার চেতন সাকারিয়াকে। চেতনকে ৫০ লক্ষ টাকা দিয়ে কিনেছে। এছাড়া কে কে আরের ঝুলিতে এসেছে উইকেট কিপার ব্যাটার কে এস ভরত। তাঁকেও ৫০ লক্ষ কিনেছে নাইটরা।
এই মুহূর্তে কে কে আরের হাতে আছে ৬ কোটি ৯৫ লক্ষ টাকা। বিদেশী কোটায় ৪ জন প্লেয়ারদের মধ্যে ৩ জনের জায়গা ফাঁকা রয়েছে নাইট শিবিরে। ফলে বাকি টাকায় কোনো বিদেশীকে নিলেও নিতে পারে কলকাতা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন