Azharuddin: তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন আজারুদ্দিন! কী বললেন প্রাক্তন তারকা?

বৃহস্পতিবার আজারুদ্দিন বলেন, "তেলেঙ্গানায় কংগ্রেস খুব ভালোভাবেই এগোচ্ছে। ট্রেন্ডস যা বলছে তাতে অ্যাডভান্টেজে আমরাই রয়েছি। নির্বাচনের লক্ষ্য নিয়েই আমাদের কাজ চলছে।"
মহম্মদ আজারুদ্দিন
মহম্মদ আজারুদ্দিনছবি - সংগৃহীত
Published on

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার মহম্মদ আজারুদ্দিন। বৃহস্পতিবার ভোটে লড়ার কথা নিজেই জানিয়েছেন আজারুদ্দিন।

বর্তমানে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি পদে রয়েছেন আজারুদ্দিন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রথম নয় প্রাক্তন ক্রিকেট তারকার। তবে তেলেঙ্গানা থেকে যে তিনি লড়বেন তার নিশ্চয়তা ছিল না। বৃহস্পতিবার তিনি বলেন, "তেলেঙ্গানায় কংগ্রেস খুব ভালোভাবেই এগোচ্ছে। ট্রেন্ডস যা বলছে তাতে অ্যাডভান্টেজে আমরাই রয়েছি। নির্বাচনের লক্ষ্য নিয়েই আমাদের কাজ চলছে।"

তিনি আরও বলেন, "আমি হায়দরাবাদ থেকে নির্বাচনে লড়বো। তবে আমাদের নির্দিষ্ট কোনও লক্ষ্যমাত্রা এখনও নেই। অনেকেই বলছেন কংগ্রেস এই সিট বা ওই সিট জিতবে। সবকিছু পরিষ্কার হয়ে যাবে নির্বাচনের রেজাল্ট প্রকাশের পর।"

উল্লেখ্য, ২০১৮ সালে তেলেঙ্গানা প্রদেশে কংগ্রেসের কার্যকারী সভাপতি পদে নিয়োগ করা হয় আজারুদ্দিনকে। ভারতজোড়ো যাত্রাতেও রাহুল গান্ধীর সাথে হেঁটেছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। রাহুল যে তাঁর উপর ভরসা রেখেছেন তা তাঁর (আজারুদ্দিন) কথাতেই বোঝা যায়। ২০০৯ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে লোকসভা নির্বাচনে লড়ে জিতেছিলেন। ২০১৪ সালে রাজস্থানের মাধোপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু জিততে পারেননি।

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ হতে পারে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। গত নির্বাচনে ১১৯ আসনের মধ্যে ১০২টি আসন জিতে ক্ষমতা দখল করে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (বর্তমানে ভারত রাষ্ট্রীয় সমিতি)। কংগ্রেস পেয়েছিল ৬টি এবং বিজেপির ঝুলিতে গিয়েছিল ২টি আসন। সকলকে পরাজিত করে কংগ্রেস ক্ষমতা দখল করতে পারে কিনা সেটাই দেখার।

মহম্মদ আজারুদ্দিন
CFL: একাধিক সুযোগ নষ্টের পরেও নৈহাটিতে এরিয়ানকে হারালো ইস্টবেঙ্গল
মহম্মদ আজারুদ্দিন
Mohammedan Club: মহামেডান ক্লাবের তাঁবু উদ্বোধনেও তৃণমূলের লোগো! তুঙ্গে বিতর্ক

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in