করোনা আক্রান্ত মহম্মদ শামি, ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না দেওয়া হলেও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন শামি। তবে বাংলার স্পিড স্টার অস্ট্রেলিয়া সিরিজের আগেই করোনা আক্রান্ত হয়ে পড়েছেন।
মহম্মদ শামি
মহম্মদ শামিফাইল ছবি
Published on

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা পেসার মহম্মদ শামি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না দেওয়া হলেও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন শামি। তবে বাংলার স্পিড স্টার অস্ট্রেলিয়া সিরিজের আগেই করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। রবিবার বিসিসিআই-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হলো অজিদের বিপক্ষে খেলছেন না শামি। মহম্মদ শামির পরিবর্তে দলে নেওয়া হয়েছে উমেশ যাদবকে।

বোর্ডের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, "কোভিড-১৯ পজেটিভ হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের মাস্টারকার্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারবেন না পেসার মহম্মদ শামি। সর্বভারতীয় সিনিয়র সিলেকশন কমিটি উমেশ যাদবকে তাঁর স্থলাভিষিক্ত করেছে।"

অন্যদিকে, চোট পেয়ে নিউজিল্যান্ড-এ দলের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতের এ-দলের বোলার নভদীপ সাইনি। নর্থ জোন এবং সাউথ জোনের মধ্যে দলীপ ট্রফির সেমিফাইনালে ডানদিকের কুঁচকিতে চোট পেয়েছেন নভদীপ।অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি ইন্ডিয়া-এ স্কোয়াডে সাইনির বদলি হিসেবে ঋষি ধাওয়ানের নাম ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ড্য, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in