East Bengal: 'প্রাইড অফ বেঙ্গল' পাচ্ছেন শামি! একনজরে লাল-হলুদের বিভিন্ন পুরস্কার প্রাপকদের তালিকা

People's Reporter: এবছরও ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এই বছর ক্লাবের ১০৫তম প্রতিষ্ঠা দিবস।
মহম্মদ শামি
মহম্মদ শামিছবি - মহম্মদ শামির ফেসবুক ওয়াল
Published on

প্রথাগত রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এই বছর ক্লাবের ১০৫তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখবার প্রয়াস নেওয়া হয়েছে।

সকাল ১১.৩০টা - ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন এবং ক্লাবের পতাকা উত্তোলন।

সন্ধ্যে ৬.০০টা - ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান প্রদান অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমI

এবারে ভারত গৌরব যেমন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় পাবেন তেমনই ভারতীয় দলের পেসার মহম্মদ শামি পাবেন 'প্রাইড অফ বেঙ্গল'।

এক নজরে দেখে নিন ইস্টবেঙ্গলের বিভিন্ন বিভাগে পুরস্কার প্রাপকদের তালিকা - ভারত গৌরব সম্মানে সম্মানিত করা হবে ইস্টবেঙ্গল ক্লাব ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে।

ডঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায়কে। ব্যোমকেশ বোস মেমোরিয়াল জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ফুটবলার ও অধিনায়ক প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে।

অজয় বোস মেমোরিয়াল সাংবাদিক সম্মানে সম্মানিত করা হবে রাজদীপ সরদেশাইকে। পুষ্পেন সরকার মেমোরিয়াল সাংবাদিক সম্মানে সম্মানিত করা হবে সরোজ চক্রবর্তীকে। পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল রেফারি সম্মানে সম্মানিত করা হবে সুকৃতি কুমার দত্তকে। প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মানে সম্মানিত করা হবে জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে।

এবার বছরের সেরা ফুটবলারের পুরস্কার পাবেন নন্দকুমার। তাঁকে দেওয়া হবে বনোয়ারিলাল রায় মেমোরিয়াল সম্মান। বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাবেন প্রভসুখন সিং গিল। বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন সাত্যকি দত্ত।স্বপন বল মেমোরিয়াল 'সমর্থক’ সম্মানে সম্মানিত করা হবে মুকুল গঙ্গোপাধ্যায় ও গনেশ দাসকে। 'দ্য মেকার অফ এ চ্যাম্পিয়ন' সম্মানে সম্মানিত করা হবে ইমরান আজিজ মির্জাকে। সেরা কোচ প্রদীপ ব্যানার্জী পুরস্কার দেওয়া হবে কার্লেস কুয়াদ্রাতকে। প্রাইড অফ বেঙ্গল মহম্মদ শামি।

মহম্মদ শামি
Mohun Bagan: সবুজ-মেরুন সমর্থকদের গর্বের দিন, একনজরে দেখুন 'মোহনবাগান দিবস'-এর খুঁটিনাটি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in