জসপ্রীত বুমরাহর পরিবর্তে ভারতের ১৫ সদস্যের দলে জায়গা করে নিলেন মহম্মদ শামি। বাংলার এই তারকা স্পিড স্টারকে প্রাথমিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়। কিন্তু বুমরাহ চোটের কারণে ছিটকে যাওয়ায় শামির জন্য দরজা খুলে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের। অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছে ভারতীয় দল।
শুক্রবার একটি বিবৃতিতে বিসিসিআই-এর তরফ থেকে জানানো হয়, "সর্বভারতীয় সিনিয়র নির্বাচক কমিটি পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে মহম্মদ শামিকে জসপ্রীত বুমরাহের স্থলাভিষিক্ত করেছে। শামি অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন এবং প্রস্তুতি ম্যাচের আগে ব্রিসবেনে স্কোয়াডের সাথে যোগ দেবেন।"
পাশাপাশি মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরকেও পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ায়। তাঁদের রাখা হচ্ছে ব্যাক আপ হিসেবে। দীপক চাহার ভারতের রিজার্ভ দলে ছিলেন। কিন্তু পিঠের চোট পেয়ে চাহার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে থাকছেন শার্দুল ঠাকুর। সংযুক্ত আরব আমিরশাহীতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে শামি সর্বশেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।
অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে সদ্য সমাপ্ত ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও করোনা আক্রান্ত হয়ে বাদ পড়তে হয় শামিকে। করোনা মুক্ত হওয়ার পর জাতীয় ক্রিকেট একাডেমী থেকে ফিট ঘোষণা করা হয় শামিকে। বুধবার অজিভূমে পা রেখেছেন বঙ্গ পেসার।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আরশদীপ সিং, মহম্মদ শামি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন