গোড়ালির চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা পেসার মহম্মদ শামি। ক্রিকেট বিশ্বকাপ থেকেই তাঁর চোট ছিল। সেই চোটের কারণে ইঞ্জেকশনও নিতেন তিনি। কিন্তু বর্তমানে অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই বলেই জানা যাচ্ছে।
আইপিএল-এ শামির না থাকা গুজরাট টাইটন্সের জন্য বড় ধাক্কা। তারকা পেসারের আইপিএল খেলা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা ছিল। সেটাই বাস্তব রূপ নিল। সূত্রের খবর, গোড়ালির চোট ঠিক করতে লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন শামি। জানুয়ারি মাসে বিদেশ থেকে ইঞ্জেকশন নিয়ে ফের দেশে ফিরে আসেন। কিন্তু সেই ইঞ্জেকশন নাকি ঠিক করে কাজ করেনি। যার ফলে আরও অস্বস্তি বেড়েছে শামির।
সূত্র মারফত আরও জানা যাচ্ছে, অস্ত্রোপচারের জন্য ফের লন্ডনে যেতে হবে তাঁকে। ফলে ২০২৪ আইপিএল-এ শামিকে পাবে না গুজরাট টাইটান্স। শামির মতো তারকা পেসার না থাকাটা একটা দলের পক্ষে যে বড় ধাক্কা তা ক্রিকেট বিশেষজ্ঞরা মেনে নিচ্ছেন। তবে শামির না থাকার বিষয়ে গুজরাট বা শামির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
অন্যদিকে বৃহস্পতিবারই প্রকাশিত হয়েছে আইপিএল-র আংশিক সূচি। লোকসভা নির্বাচনের কারণেই পূর্ণাঙ্গ সূচি পেশ করা হয়নি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই এবং ব্যাঙ্গালোর। গুজরাট টাইটান্সের প্রথম ম্যাচ আছে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, ২৪ মার্চ। তারপর আছে চেন্নাই সুপার কিংস (২৬ মার্চ), সানরাইজার্স হায়দরাবাদ (৩১ মার্চ), পাঞ্জাব কিংস (৪ এপ্রিল) এবং লখনউ সুপার জায়ান্ট (৭ এপ্রিল)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন