কাউন্টি চ্যাম্পিয়নশীপে খেলতে দেখা যাবে ভারতের আরও এক তারকাকে। সেপ্টেম্বরে ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন মহম্মদ সিরাজ। বর্তমানে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন সিরাজ। জিম্বাবোয়ে সফরের পরেই ওয়ারউইকশায়ারে যোগ দেবেন তিনি।
ওয়ারউইকশায়ারের হয়ে মরশুমের শেষ তিনটি প্রথম-শ্রেণির ম্যাচে মাঠে নামবেন মহম্মদ সিরাজ। সামারসেটের বিরুদ্ধে হোম ম্যাচের আগে ১২ সেপ্টেম্বর এজবাস্টনে পৌঁছাবেন ভারতীয় পেসার।
কাউন্টি ক্লাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "ওয়ারউইকশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়নশীপ মরশুমের শেষ তিনটি ম্যাচের জন্য ভারতীয় আন্তর্জাতিক ফাস্ট বোলার মহম্মদ সিরাজকে চুক্তিবদ্ধ করেছে।"
ওয়ারউইকশায়ারের সাথে চুক্তি করে উচ্ছ্বসিত সিরাজ বলেছেন, "আমি ওয়ারউইকশায়ার (বিয়ার্স দল) যোগদানের জন্য উন্মুখ। আমি সবসময়ই ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে খেলা উপভোগ করেছি এবং কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা পাওয়ার অপেক্ষায় রয়েছি।"
উল্লেখ্য, শুধু সিরাজ নয়, এর আগে চলতি বছরে ওয়ারউইকশায়ারের হয়ে নাম লিখিয়েছেন ভারতের আর এক ক্রিকেটার ক্রুণাল পান্ডিয়া। রয়্যাল লন্ডন কাপে খেলছেন ক্রুণাল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন