অশান্ত মণিপুর, দলের মণিপুরি ফুটবলারদের পরিবারের পাশে মহামেডান

শনিবার মহামেডান সচিব ইস্তেয়াক আহমেদ রাজু জানান, আমাদেরও একটা দায় থেকে যায়। ফুটবলাররা আমাদের পরিবারেরই অংশ। এই পরিস্থিতিতে আমরা দায় এড়িয়ে যেতে পারি না।
শনিবারের ম্যাচের মুহূর্ত
শনিবারের ম্যাচের মুহূর্তছবি - মহামেডান ক্লাবের ফেসবুক পেজ
Published on

অশান্ত মণিপুর। বর্তমানে ভারতীয় ফুটবলে একটি বিশেষ জায়গা করে আছে এই পাহাড়ি রাজ্য। সেখান থেকে বহু ফুটবলার উঠে আসছে। কলকাতার মহামেডান স্পোর্টিংয়ে মণিপুরের ৭ ফুটবলার আছে। এই অবস্থায় ফুটবলারদের জন্য মানবিক পদক্ষেপ নিল ক্লাব কর্তৃপক্ষ।

ফুটবলারদের পরিবারের সদস্যদের কলকাতায় এনে নিউটাউনের একটি হোটেলে রেখে যাবতীয় খরচা বহন করছে সাদা কালো ক্লাব। ফুটবলারদের এই ভয়ের পরিস্থিতিতে পরিবারের পাশেই থাকতে অনুমতি দিচ্ছে ক্লাব।

শনিবার মহামেডান সচিব ইস্তেয়াক আহমেদ রাজু জানান, 'আমাদেরও একটা দায় থেকে যায়। ফুটবলাররা আমাদের পরিবারেরই অংশ। এই পরিস্থিতিতে আমরা দায় এড়িয়ে যেতে পারি না। যতক্ষণ না ওখানের পরিস্থিতি ঠিক হচ্ছে ওরা এখানেই থাকবে'।

এদিকে শনিবার জমজমাট হলো মহামেডান বনাম ডায়মন্ড হারবার এফসি ম‍্যাচ। দুই দলের সমর্থকে গ‍্যালারি প্রায় পরিপূর্ণ ছিল। যদিও টানটান উত্তেজনার ম‍্যাচে এগিয়ে থেকেও হেরে গেল মহামেডান স্পোর্টিং। DHFC ২-১ গোলে হারাল মহমেডানকে। জয়ী দলের দুটি গোলই করেছেন রাহুল পাসোয়ান। মহামেডানের হয়ে গোল করেন ব‍্যারেটো। এই জয়ের ফলে কলকাতা লিগে নিজেদের গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। মহামেডানের ৪ ম্যাচে সংগ্রহ ৯। মোহনবাগানের ৩ ম্যাচে সংগ্রহ ৯ পয়েন্ট।

শনিবারের ম্যাচের মুহূর্ত
Lionel Messi: মার্কিন মুলুকে মেসি 'ম্যাজিক'! অভিষেক ম্যাচে ইন্টার মায়ামির জয়ের নায়ক লিও
শনিবারের ম্যাচের মুহূর্ত
FIFA Rankings: দুরন্ত পারফর্ম্যান্স সুনীলদের, ফিফা ক্রমতালিকায় এগোল ভারত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in