ISL 2024-25: ইস্টবেঙ্গলের ১১ জনকেই রুখে দিতে হবে - মিনি ডার্বি দিয়েই জয়ে ফেরার লক্ষ্যে মহামেডান কোচ

People's Reporter: ইস্টবেঙ্গল নিয়ে মহামেডান কোচ জানান, ওদের অনেক ভাল ভারতীয় প্লেয়ার রয়েছে। অনেক বিকল্পও রয়েছে। তাই এক বা দুই নয় ওদের ১১ জনকেই আমাদের আটকাতে হবে।
মহামেডান কোচ
মহামেডান কোচছবি - সংগৃহীত
Published on

আইএসএলে অভিষেকের শুরুটা ভালো করলেও গত ৩ ম্যাচে হেরেছে মহামেডান। তারপর থেকে দলের বিদেশী ফুটবলারদের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় শনিবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মিনি ডার্বিতে নামছে সাদা কালো ব্রিগেড। লাল-হলুদকে হারাতে মরিয়া মহামেডান কোচ।

মহামেডান কোচ আন্দ্রে চেরনসিভ জানান, 'সবাই বলছে আমরা গত ৩ ম্যাচে হেরেছি, খারাপ ফুটবল খেলেছি। কিন্তু কেউ বলছে না আমরা চাপের মুখে প্রথমবার আইএসএলে নেমে প্রথম ৩ ম্যাচে যে ভালো ফুটবল খেললাম। তবে আমি এগুলো নিয়ে ভাবছি না। এটাই ফুটবল। একজন কোচকে সব বিষয়ের সঙ্গে মানিয়ে নিতে হয়। তবে ডার্বি সমর্থকদের কাছে আবেগের। সেই কারণে ডার্বিটা জিততে হবেই।'

দলের কোন জায়গায় ভুল হচ্ছে? তা নিয়ে মহামেডান কোচ বলেন, 'অনেকে বলছে রক্ষণ খারাপ আমাদের। তবে বিষয়টা শুধু রক্ষণের নয়। এটা আক্রমণ থেকেই শুরু হয়। ওরা সঠিক কাজ করতে পারেনি। রক্ষণ তো ভুল করেছেই, গোলকিপারও অনেক খারাপ গোল হজম করে। দলগত ভুলের জন্য হারতে হচ্ছে। তবে দলে এবার পরিবর্তন আনবো।'

প্রতিপক্ষ ইস্টবেঙ্গল নিয়ে তিনি জানান, 'ওদের অনেক ভাল ভারতীয় প্লেয়ার রয়েছে। অনেক বিকল্পও রয়েছে। তাই এক বা দুই নয় ওদের ১১ জনকেই আমাদের আটকাতে হবে। আর ইস্টবেঙ্গলকে হারাতে হলে আমাদের আরও বেশি গোল করতে হবে। সেটা আমার ফুটবলাররা পারবে। আমি তা বিশ্বাস করি।'

মহামেডান কোচ
East Bengal: 'অস্কার আসায় ইস্টবেঙ্গল ড্রেসিংরুমে স্বাধীনতা এসেছে' - নয়া কোচের প্রশংসায় নন্দকুমার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in