আইএসএলে ডার্বির আগে মিনি ডার্বি। শনিবার যুবভারতীতে মুখোমুখি হবে মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। চেন্নাই এফসিকে হারানোর পর থেকে মহামেডানের ফুটবলাররা বাড়তি অক্সিজেন পেয়েছেন। অন্যদিকে শেষ ম্যাচে বেঙ্গালুরুর কাছে ৩-০ গোলে হারের পর জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে মোহনবাগান।
মহামেডান কোচ আন্দ্রে চেরনসিভ বলেন, 'আমরা যে ফুটবলটা খেলি সেটাই খেলব। কোনও ডিফেন্সিভ নয়। আমরা জেতার লক্ষ্য নিয়ে আক্রমণ ফুটবল খেলব। আমার দলে সবাই এই ম্যাচ খেলার জন্য ফিট। এটা একটা খুব ভালো খবর। খাতায় কলমে মোহনবাগান শক্তিশালী। তবে সেটা নিয়ে ভাবছি না। চ্যাম্পিয়ন্স লিগেও অ্যাস্টন ভিলা বায়ার্ন মিউনিখকে হারিয়েছে। লিলি রিয়াল মাদ্রিদকে হারিয়েছে। ফুটবলে যা খুশি হতে পারে'।
মহামেডান শীর্ষকর্তা কামারুদ্দিন আবার বললেন, 'এটা মিনি ডার্বি নয় এটা সুপার ডার্বিl মোহনবাগানেরও যা পয়েন্ট আমাদের তাই পয়েন্ট। আর আমাদের উপর কোনও চাপ নেই। চাপ ওদের উপর। ওরা আইএসএল চ্যাম্পিয়ন। প্রথমবার আমরা আইএসএলে আমাদের কাছে লার্নিং প্রসেস। প্লেয়ায়দের বলেছি খোলা মনে খেলতে উপভোগ করতে যা হবে দেখা যাবে।'
অন্যদিকে, আজই জামশেদপুরের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। বিকেল ৫টা থেকে জামশেদপুরের মাঠে খেলবে ইস্টবেঙ্গল। ভারপ্রাপ্ত কোচ বিনো জর্জ জয়ের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন