Exclusive: বিদেশি কোচের জন্যই ছাঁটাই মেহেরাজ! পিপলস রিপোর্টারকে কী জানালেন মহামেডান সচিব?

ক্লাব সচিব ইস্তেয়াক রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমাদের ইনভেস্টর দীপক কুমার সিংয়ের সিদ্ধান্ত। উনি লিগে বিদেশী কোচ চাইছেন।'
মেহরাজউদ্দিন ওয়াডু
মেহরাজউদ্দিন ওয়াডুছবি - সংগৃহীত
Published on

অব্যাহত মহামেডান স্পোর্টিংয়ের পুরোনো কোচ ছাঁটাইয়ের ট্র্যাডিশন। হঠাৎই কলকাতা লিগে ক্লাবকে সুপার সিক্সে তোলা কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে বরখাস্ত করা হল।

বুধবার টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে মহমেডানের ম্যাচ রয়েছে। তার আগেই ছেঁটে ফেলা হয়েছে মেহরাজকে। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনই জানানো হয়। অন্তর্বর্তী কোচের দায়িত্বে থাকবেন সহকারী কোচ শহিদ রামন। এই পরিবর্তনের সময় সমর্থকদের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। শোনা যাচ্ছে পুরনো কোচের ওপরই আবার আস্থা রাখতে চাইছেন মহামেডান কর্তারা। গত কয়েক মরসুমের বিদেশি কোচ আন্দ্রে চের্নিশভকে ফের আনা হচ্ছে।

কেন সরানো হল মেহেরাজকে? পিপলস রিপোর্টারের পক্ষ থেকে ক্লাব সচিব ইস্তেয়াক রাজুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমাদের ইনভেস্টর দীপক কুমার সিংয়ের সিদ্ধান্ত এটা। উনি লিগে বিদেশী কোচ চাইছেন।'

ক্লাবকর্তারা প্রতিবাদ করলেন না কেন? এই প্রশ্নতে রাজু জানান, 'সত্যি বলতে ওঁকে নিয়ে আমাদেরও আপত্তি ছিল। প্লেয়ায়দের কন্ট্রোল করতে পারছিলেন না।'

এই বিদেশি কোচকেই কেন আনা হচ্ছে লিগের মাঝপথে? দলের ছন্দ নষ্ট হবে না? আর গত আই লিগেও তো সাফল্য নেই চের্নিশভের। মহামেডান সচিব জানান, 'গতবার ভালো না হলেও তার আগেরবার আই লিগে রানার্স হই। কলকাতা লিগে চ্যাম্পিয়ন হই পরপর ২ বার এবারও ভালো ফল হবে।' তবে শুধুমাত্র বিদেশী কোচ আনার টার্গেট নিয়ে মেহেরাজ সরানোর যুক্তি বুঝতে পারছেন না কেউ।

মেহরাজউদ্দিন ওয়াডু
East Bengal: সারদার চার্জশিটে নাম জড়ালো ইস্টবেঙ্গল শীর্ষকর্তার!
মেহরাজউদ্দিন ওয়াডু
Asia Cup: চোট সত্ত্বেও এশিয়া কাপের স্কোয়াডে কেন রাহুল-শ্রেয়াস? কী সাফাই প্রধান নির্বাচক অজিত আগরকরের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in