Derby: সতর্ক দুই প্রধান, পরবর্তী ডার্বির আগে সমর্থকদের উদ্দেশ্যে যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক

People's Reporter: বাগান সচিব বলেন, আমার মনে হয় পরবর্তী ডার্বি ম্যাচের আগে একটা যৌথভাবে বিবৃতি দেওয়া দরকার যেখানে বলা হবে যে সমর্থকদের মধ্যে এটা কখনই কাঙ্খিত নয়।
যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক দুই ক্লাবের
যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক দুই ক্লাবেরগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ডুরান্ড ফাইনালে ডার্বির পরে ইস্টবেঙ্গল সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে মোহনবাগান সমর্থকদের বিরুদ্ধে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। এবার দুই পক্ষই এক হয়ে আগামী ডার্বির আগে বৈঠক ও যৌথ সাংবাদিক সম্মেলন করে দুই ক্লাবের সমর্থকদের শান্ত থাকার বার্তা দেবেন।

মোহনবাগান সচিব জানান, "ইস্টবেঙ্গলের প্রেস কনফারেন্সটা প্রথম ডার্বি ম্যাচ জয়ের পরই করা উচিত ছিল। ওদের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের অশালীন ভাষায় আমাকে আক্রমণ করেন যে কারণে আজ ফেসবুকে তিনি ক্ষমাও চেয়েছেন। ফলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই অন্যায়টা গত মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচের আগে করেছিল। ম্যাচের পরই যদি একটা প্রেস কনফারেন্স করে এই ব্যাপারে একটা বিবৃতি দিত, তাহলেই ব্যাপারটা মিটে যেত।"

তিনি আরও বলেন, "ওরা মোহনবাগান ফুটবলারদের বাসকে এবং আমাকে সকলের সামনে আক্রমণ করল, তার বিরুদ্ধেও একটা প্রতিবাদস্বরূপ ওদের একটা প্রেস কনফারেন্স করা উচিত ছিল। সেটা ওরা করল না। তবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যদি কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিংবা যদি কোনও আলাপ আলোচনা হয়, তাহলে সেই আলোচনায় আমি রাজি আছি। আমার মনে হয়, পরবর্তী ডার্বি ম্যাচের আগে একটা যৌথভাবে বিবৃতি দেওয়া দরকার যেখানে বলা হবে যে সমর্থকদের মধ্যে এটা কখনই কাঙ্খিত নয়। সেটা মোহনবাগান হোক কিংবা ইস্টবেঙ্গল।"

এই বিষয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, "আমরা মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি। তবে মোহনবাগান সচিবের প্রস্তাবকে স্বাগত জানিয়ে আগামী ডার্বির আগে আলোচনা করে যৌথ সাংবাদিক সম্মেলনে রাজি। আর যেন এমন ঘটনা না ঘটে।"

যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক দুই ক্লাবের
ICC World Cup 2023: বিশ্বকাপের পরেই অবসর নিচ্ছেন এই তারকা ক্রিকেটার!
যৌথ সাংবাদিক সম্মেলনের ডাক দুই ক্লাবের
Derby: আক্রান্ত সমর্থকরা - পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ইস্টবেঙ্গল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in