শনিবার ঐতিহাসিক ডার্বি হতে চলেছে যুবভারতীতে। ৪০০ তম ডার্বিতে নামতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। যা নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে। ঐতিহ্যের ডার্বি জিততে দু'দলই মরিয়া।
শনিবার অর্থাৎ আগামীকাল যুবভারতীতে আইএসএল-র ডার্বি। পরিসংখ্যান বলছে সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৩৯৯ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ১৪২টি ম্যাচ, মোহনবাগান জিতেছে ১৩০টি ম্যাচ এবং ১২৭টি ম্যাচ ড্র হয়েছে।
প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কলকাতার দুই প্রধান মুখোমুখি হয়েছে ৩৭৩বার। যার মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ১৩৭ বার, মোহনবাগান জিতেছে ১১৯ বার এবং ১১৭টি ম্যাচ ড্র হয়েছে।
১৯২১ সালের ৮ অগাস্ট কোচবিহার কাপের সেমিফাইনালে প্রথম মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। যদিও সেই ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়। ১০ অগাস্ট ফিরতি ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে পরাজিত করে মোহনবাগান। তবে আনুষ্ঠানিকভাবে কলকাতা ডার্বির সূচনা হয় ১৯২৫ সালে। সিএফএল-এ মোহনবাগানকে ১-০ গোলে পরাজিত করেছিল ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে গোল করেছিলেন নেপাল চক্রবর্তী।
কলকাতা ডার্বির ইতিহাসে সর্বাধিক বড় ব্যবধানে জয় হল ১৯৭৫ সালে আইএফএ শিল্ড ফাইনালে। যে ম্যাচে মোহনবাগানকে ৫-০ গোলে পরাজিত করেছিল ইস্টবেঙ্গল। এছাড়া ডার্বিতে ২০০৯ সালে আই-লিগের ম্যাচে সর্বাধিক গোল হয়েছিল ৮টি। মোহনবাগান করেছিল ৫টি এবং ইস্টবেঙ্গল করেছিল ৩টি গোল। ২০১৯-২০২৩ সাল পর্যন্ত টানা ৮টি ডার্বিতে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে মোহনবাগানের।
দুই দল শেষ ডার্বিতে মুখোমুখি হয়েছিল চলতি বছরের ১০ মার্চ। যে ম্যাচে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে পরাজিত করে মোহনবাগান। চলতি বছর সুপার কাপে মোহনবাগানকে ৩-১ গোলে পরাজিত করেছিল ইস্টবেঙ্গল।
ডার্বিতে মোহনবাগান এগিয়ে থাকলেও আগামীকাল চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ইস্টবেঙ্গল। কারণ আইএসএল-এ টানা ৪ ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। কোচ বদল করেছে তারা। ডার্বিতে থাকবেন নয়া কোচ অস্কার ব্রুজোঁ। নতুন কোচের হাত ধরে ডার্বি জয় হয় নাকি মোহনবাগান বাজিমাত করে সেটাই দেখার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন