শুক্রবার যুবভারতীতে আইএসএল ২০২৪-২৫ মরসুমের যাত্রা শুরু করবে মোহনবাগান। উদ্বোধনী ম্যাচে গতবারের লিগ শিল্ড জয়ী বাগান দল নামবে গতবারের আইএসএল জয়ী মুম্বই এফসির বিরুদ্ধে। তবে গতবার বাগানের কোচ ছিলেন আন্টেনিও লোপেজ হাবাস। এবার বাগানের নতুন কোচ হোসে মোলিনা। ডুরান্ড কাপে ফেভারিট থেকেও নর্থ ইষ্টের কাছে হারতে হয় টিম সবুজ মেরুনকে।
বাগান কোচ মোলিনা বলেন, 'ডুরান্ড কাপ অতীত। আমরা সামনের দিকে তাকাচ্ছি। আগের মরসুমে কী হয়েছে সেই নিয়ে ভাবছি না। নতুন পর্ব। নতুন কোচ। দলেও অনেক পরিবর্তন হয়েছে। আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। মেন্টাল হেলথ সবসময় বড় ফ্যাক্টর। চাপের মধ্যে ভালো খেলতে হয়। আবেগ চেপে রেখে সেরাটা দিতে হয়। আমার প্লেয়াররা ভালো জায়গায় আছে। ডুরান্ড কাপেও ফুটবলাররা ভালো খেলেছে। আইএসএলে নামার জন্য তৈরি।'
অন্যদিকে আপুইয়ার অভিষেক হবে মোহনবাগান জার্সিতে। এই মুম্বই থেকে আপুইয়া বাগানে এসেছেন। তাঁর কথায়, মোহনবাগান বড় ক্লাব। এখানে খেলা স্বপ্ন ছিল। সেটা পূরণ হবে। মুম্বই ম্যাচটা আমার কাছে স্পেশাল। তবে আমার টার্গেট একটা ম্যাচ নয়। গোটা টুর্নামেন্ট ভালো খেলে ট্রফি জয়।'
মুম্বই দলে ছাংতে আছে। আপুইয়ার ভালো বন্ধু। সেই বিষয়ে আপুইয়া বলেন, 'ছাংতে খুব ভালো প্লেয়ার। একইসঙ্গে ভালো মানুষও। মুম্বইয়ে আমরা একসঙ্গে খেলেছি। দেশের হয়েও। মুম্বইয়ে ও আমার প্রিয় বন্ধু ছিল। আমরা দেশের হয়েও একসঙ্গে খেলেছি। আশা করব ও আমাদের বিরুদ্ধে গোল করবে না। অন্য ম্যাচের জন্য শুভেচ্ছা ওর জন্য।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন