মোহনবাগান দিবসের আগেরদিন বড় জয় পেলো গঙ্গাপাড়ের ক্লাব। শুক্রবার ব্যারাকপুর ক্যালকাটা এফসিকে ৪-১ গোলে হারলো সবুজ মেরুন ব্রিগেড। যদিও এদিন আরও বড় ব্যবধানে জিততে পারতো তারা। মিস হয় একাধিক গোলের সুযোগ।
মোহনবাগান দিবসের জন্য ঘরের মাঠে না হয়ে ম্যাচ ব্যারাকপুরে হয়। এদিন ম্যাচের ৩১ মিনিটে গোলের খাতা খোলে মোহনবাগান। ইনসাইডে এসে আউট সাইডে ডচ করে দুর্দান্ত গোল করেন বাগানের সুহেল ভাট। বল আটকাতেই পারলেন না বিপক্ষ দলের গোলরক্ষক। এরপরে ৪০ মিনিটে সমতা ফেরায় ক্যালকাটা এফসি। দূরপাল্লার শটে গোল করেন অ্যালেক্স আকাশ মন্ডল। গোল করে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো সেলিব্রেশনও করেন তিনি।
প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন সুহেল। তিনিও রোনাল্ডোর মতো সেলিব্রেশন করেন। হাফটাইমের পরে ৫২ মিনিটে বাগানের ফারদিন আলি মোল্লা দুরন্ত শট নিলে সেটা একটুর জন্য বক্সের বাইরে দিয়ে বেরিয়ে যায়। কিছু সেকেন্ড পরেই আবার বাগানের টাইসন বল নিয়ে ক্যালকাটা এফসি বক্সে ঢুকে সুহেলকে পাস দিলে সুহেল বলের কাছে পৌঁছতে ব্যর্থ হন। নিশ্চিত গোল মিস হয়।
৫৫ মিনিটে ফের গোলের সুযোগ নষ্ট করেন ফারদিন আলি মোল্লা। ম্যাচের ৫৮ মিনিটে ফের বক্সের মধ্যে গিয়ে গোল করতে ব্যর্থ হন ফারদিন। তবে ৬৭ মিনিটে টাইসনের বাড়ানো পাসে এংসন দলের তৃতীয় গোল করেন। ৭৮ মিনিটে একসন জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করে যান। ম্যাচ শেষের কয়েক মিনিট আগে ফের নিশ্চিত গোলের সুযোগ তথা নিজের হ্যাটট্রিক মিস করেন সুহেল। তবে ম্যাচের সেরা হন সুহেলই। ম্যাচ শেষ হয় ৪-১ ব্যবধানে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন