কলকাতা লিগের চ্যাম্পিয়ন আগেই নির্ধারণ হয়ে গেছে। তবে লিগ এখনও শেষ হয়নি। লিগের সবচেয়ে বড় আকর্ষণ ইস্টবেঙ্গল-মোহনবাগানের লড়াই এখনও বাকি আছে। ডার্বি ঘিরে উত্তেজনা সব সময়ই থাকে। এই ডার্বিতেও অন্যরকম কিছু হবে না। ডার্বি হবে শুধুই নিয়মরক্ষার ম্যাচ হিসেবে। কারণ মহামেডান ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গেছে। সেই ম্যাচকে ঘিরেই মোহনবাগানের পক্ষ থেকে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
মোহনবাগানের পক্ষ থেকে এই ম্যাচটিকে সৈয়দ নৈমুদ্দিনের নামে বেনিফিট ম্যাচ হিসেবে আয়োজন করার জন্য আবেদন জানানো হয় আইএফএ-র কাছে। আইএফএও এই আবেদন মেনে নেয়। ডার্বি ম্যাচের টিকিট বিক্রি করে যে টাকাটা উঠবে সেটা দ্রোণাচার্য পুরস্কার পাওয়া কোচ সৈয়দ নৈমুদ্দিনকে দেওয়া হবে।
পাশাপাশি মোহনবাগান ক্লাবের পক্ষ থেকেও কিছু অর্থ প্রাক্তন কোচ নৈমুদ্দিনের হাতে তুলে দেওয়া হবে। ইস্টবেঙ্গল ক্লাবকেও মোহনবাগান এই মহৎ উদ্দেশ্যে শামিল হতে আহ্বান জানিয়েছে। যদিও ম্যাচের দিনক্ষণ এখনও জানায়নি আইএফএ।
ইতিমধ্যেই কোচ রঞ্জন চৌধুরী সন্তোষ ট্রফির জন্য বাংলা দল নিয়ে পাঞ্জাবে খেলতে গেছেন। সেই দলে মোহনবাগানের গোলরক্ষক দেবনাথ মণ্ডল, দিপেন্দু বিশ্বাস, রাজ বাসফোর সুযোগ পেয়েছেন। এখন ম্যাচ হলে তারা থাকতে পারবেন না।
নৈমুদ্দিন শুধুমাত্র 'অর্জুন' কিংবা 'দ্রোণাচার্য'র মতো রাষ্ট্রীয় সম্মানেই ভূষিত হননি, সেই সঙ্গে পেয়েছেন মোহনবাগান রত্ন, ইস্টবেঙ্গলের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, মহামেডানের শান-এ-মহমেডান। এছাড়াও রাজ্য সরকারের সম্মানও পেয়েছেন এই কিংবদন্তি ফুটবলার। কিন্তু বর্তমানে তিনিই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই তাঁকে সম্মান জানিয়ে এই দাবি জানিয়েছে মোহনবাগান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন