শনিবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মোহনবাগান। শনিবার জিতলেই প্রথম দুইয়ে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে। দলে চোট আঘাতের সম্ভবনাও সেই অর্থে নেই। স্বাভাবিকভাবে ফেভারিট মোহনবাগান। তবে ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাতের মতো বাগান কোচ আন্টেনিও লোপেজ হাবাসকেও চিন্তায় রাখছে সূচি।
যা নিয়ে হাবাস বলেন, 'আইএসএলের সূচি নিয়ে আমি অত্যন্ত বিরক্ত। তিন দিনের মধ্যে দুটো ম্যাচ খেলতে হচ্ছে। তার মধ্যে রয়েছে যাতায়াত। এক এক জায়গার আর্দ্রতা এক এক রকম। এমন সূচির কারণে ফুটবলারদের কথা ভাবা হচ্ছে না। এরকম ভাবে ম্যাচ খেলতে থাকলে ফুটবলারদের চোট তো বাড়বেই'।
তিনি আরও বলেন, "কোনও কোনও দল সাত দিনে মাত্র একটা ম্যাচ খেলছে। আবার কোনও দল সাত দিনে খেলেছে তিনটে ম্যাচ। এ ভাবে চলতে পারে না। অসুবিধার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের। এর সঙ্গে রয়েছে পাল্লা দিয়ে খারাপ রেফারিং'।
এছাড়া হাবাস জানান, "নর্থইস্টের বিরুদ্ধেও আমাদের লক্ষ্য একই, তিন পয়েন্ট অর্জন করা। তিন দিন আগেই গোয়ায় সম্পূর্ণ অন্য আবহাওয়ায় ম্যাচ খেলে, সেখান থেকে ফিরে এসে এই ম্যাচে নামতে হচ্ছে আমাদের। কাজটা কঠিন। তবে কোনও অজুহাত দেব না। আমাদের ম্যাচটা খেলতে হবে। দেখা যাক কাদের নিয়ে শুরু করতে পারি আর কাদের রিজার্ভ বেঞ্চে রাখতে হবে। টেকনিক্যাল স্টাফদের সাহায্য নিয়ে খেলোয়াড় পরিবর্তন করতে হবে ম্যাচে। যাতে সব খেলোয়াড়েরই খেলার সময়ের মধ্যে একটা ভারসাম্য থাকে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন