ISL 2023-24: হায়দরাবাদকে হালকাভাবে নিচ্ছেন না মোহনবাগান কোচ হাবাস

People's Reporter: আন্তোনিও লোপেজ হাবাস বলেন, "আমাদের হাতে যা প্লেয়ার আছে তাদের নিয়েই লড়াই করবো। কোনও অজুহাত দিতে চাই না।
আন্তোনিও লোপেজ হাবাস
আন্তোনিও লোপেজ হাবাসছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

শনিবার লিগের লাস্ট বয় হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে মোহনবাগান। চোট-আঘাত ও কার্ড সমস্যায় জর্জরিত সবুজ-মেরুন শিবির। ডিফেন্ডার আনোয়ার আলি ও ব্রেন্ডান হ্যামিলের চোট। ফরোয়ার্ড আরমান্দো সাদিকু ও মিডফিল্ডার দীপক টাঙরির কার্ড সমস্যা। শনিবার মাঠে নামতে পারবেন না এই চারজনের কেউই। আর এক ডিফেন্ডার আশিস রাইও পুরোপুরি ফিট নন। তিনিও হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে অনিশ্চিত।

ডিসেম্বরের শেষ দিকে যখন টানা তিন ম্যাচে হারে মোহনবাগান। তখন দলের যে রকম অবস্থা ছিল, এখনও প্রায় সে রকমই আছে। সুমিত রাঠি, রাজ বাসফোর, সুহেল ভাটদের মতো তরুণ ফুটবলারদের নিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে দল নামাতে হবে হয়তো মোহনবাগানকে।

যদিও এই নিয়ে খুব একটা চিন্তিত নন দলের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তিনি বলেন, "আমাদের হাতে যা প্লেয়ার আছে তাদের নিয়েই লড়াই করবো। কোনও অজুহাত দিতে চাই না। সুতরাং যে খেলোয়াড়রা হাতে আছে, তাদের মধ্যে থেকেই সেরা এগারোজনকে বেছেই দল নামতে হবে। আমাদের হাতে ভালো স্কোয়াড আছে। যারা খেলবে, তারা তৈরি। সবাইকেই মাঠে নামাতে পারি"।

তিনি আরও বলেন, "সব ম্যাচই কঠিন। সে সুপার কাপ হোক বা আইএসএল। প্রতি ম্যাচে একই রকম মানসিকতা, দক্ষতা, তীব্রতা বজায় রাখা কঠিন। এবার আমরা তৈরি হয়ে মাঠে নামছি। প্রতিবারই যে একই রকম খেলা হবে, তার কোনও মানে নেই। চোট-আঘাত, কার্ড সমস্যার জন্য হয়তো আমাদের দলে একাধিক পরিবর্তন করতে হতে পারে। কিন্তু মানসিকতা বা লড়াকু মনোভাব, খেলার স্টাইল এতটুকু পাল্টাবে না"।

এছাড়া হাবাস জানান, "পেশাদার ফুটবলে সব সময়ই চাপ থাকে। হায়দরাবাদের বিরুদ্ধে ৩ পয়েন্ট পাওয়াটা খুবই জরুরী। আমি পেশাদার কোচ হিসেবে একটাই কথা বলব, আমাদের ম্যাচটা জিততে হবে। প্রতিপক্ষ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিকই। তবে আমাদের দুঃসময় কাটিয়ে উঠতে হবে"।

আন্তোনিও লোপেজ হাবাস
ISL 2023-24: নর্থ ইস্ট ম্যাচে নামার আগেও রেফারি নিয়ে সংশয় প্রকাশ ইস্টবেঙ্গল কোচের!
আন্তোনিও লোপেজ হাবাস
IND vs ENG: গোটা সিরিজ থেকেই বাদ বিরাট! ভারতীয় টেস্ট দলে জায়গা বাংলার আকাশের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in