করোনা মহামারীর কারণে গত দু'বছর সেভাবে পালন করা হয়নি মোহনবাগান দিবস। তবে পরিস্থিতির ওপর নজর রেখে এবার স্বমহিমায় বিশেষ দিনটি উদযাপন করতে চলেছেন সবুজ-মেরুন কর্তৃপক্ষ। মোহনবাগান দিবসের পরিকল্পনা ঠিক করার জন্য বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে কার্যকরী কমিটির বৈঠকে নেওয়া হলো একাধিক সিদ্ধান্ত। সামনে এলো ২৯ জুলাই কাদের হাতে পুরস্কার উঠবে সেই তালিকাও।
একজিকিউটিভ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী 'মোহনবাগান রত্ন' সম্মানে ভূষিত হবেন কিংবদন্তী ফুটবলার শ্যাম থাপা। ২৯ জুলাই মোহনবাগান দিবসে শ্যাম থাপার হাতে তুলে দেওয়া হবে এই সম্মান। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে হয়ে ওঠা শ্যাম থাপাকে ১৯৭৭ সালে দলে আনেন মোহনবাগান। ১৯৮২ সাল পর্যন্ত মেরিনার্সদের হয়ে খেলেছেন তিনি। শ্যাম থাপাকে ১৯৭৭ সালে দলে নেওয়ার পর ওই মরশুমেই ত্রি মুকুট জেতে মোহনবাগান। ভারতীয় ফুটবলের ইতিহাস তাঁর মতো প্রতিভাবান স্ট্রাইকার খুব কমই এসেছে।
পাশাপাশি, শতাব্দী প্রাচীন ক্লাবটির লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে সম্মানিত হচ্ছেন বলাই দে। শিবদাস ভাদুরীর নামাঙ্কিত বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন লিস্টন কোলাসো। সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কার পেতে চলেছেন জামশেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরি। গোকুলাম কেরলের ভিসি প্রবীণকে দেওয়া হবে সেরা ক্রীড়া সংগঠকের পুরস্কার। শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিক হিসেবে মতি নন্দী পুরস্কার পাচ্ছেন অশোক দাশগুপ্ত।
এক নজরে পুরস্কার ও পুরস্কার প্রাপকরা-
মোহনবাগান রত্ন - শ্যাম থাপা
শিবদাস ভাদুরী পুরস্কার - লিস্টন কোলাসো
লাইফটাইম এচিভমেন্ট পুরস্কার - বলাই দে
সুভাষ ভৌমিক পুরস্কার - কিয়ান নাসিরি
সেরা ক্রীড়া সংগঠক পুরস্কার - ভিসি প্রবীণ
মতি নন্দী পুরস্কার - অশোক দাশগুপ্ত
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন