এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ তে তাজিকিস্তানের রাভশান এফসির বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে অভিযান শুরু করল মোহনবাগান। যা নিয়ে হতাশ সবুজ মেরুন সমর্থকরা। এমনকি নয়া কোচ মোলিনার বিরুদ্ধে 'গো ব্যাক' স্লোগানও শোনা গেল গ্যালারি থেকে।
বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই দলের লড়াইয়ে তেমন আগ্রাসী আক্রমণ না থাকলেও ম্যাচের শেষ দিকে একাধিক গোলের ইতিবাচক সুযোগ পেয়েও তা হাতছাড়া করে মোহনবাগান। একবার প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেওয়া সত্ত্বেও দিমিত্রি পেত্রত্রাস অফসাইড থাকায় তা বাতিল হয়ে যায়। এই ড্রয়ের ফলে এক পয়েন্ট করে ভাগাভাগি করতে হয়েছে দুই দলকে।
মোহনবাগানের কোচের পদে বসার পরে তেমন সাফল্যের মুখ দেখেননি হোসে মোলিনা। স্বাভাবিকভাবেই ম্যাচের পরে গ্যালারিতে উঠল 'গো ব্যাক মোলিনা' স্লোগান। যদিও মোলিনা সেটা নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, 'সমর্থকরা জয় দেখতে চায়। ওদের মনোভাব প্রকাশ করার অধিকার আছে। আমি এইসব নিয়ে ভাবছি না।'
দিমিত্রি বলেন, 'আমরা জিততে চেয়েছিলাম। কোনো খামতি রাখিনি চেষ্টায়। ম্যাচে রেফারির মান নিয়ে কিছু বলব না। কী হয়েছে সবাই দেখেছে। আমার পা দিয়ে রক্ত পড়ছিল তবুও ফাউল দেওয়া হয়নি।'
এদিকে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, 'আমরা কলকাতা লিগ নিয়ে এতো কথা বলি। তবে কলকাতা লিগের রেফারির মান অনেক ভালো। কোচকে আমরা আরও সময় দেওয়ার পক্ষপাতি।'
চার ডিফেন্ডার দিয়ে দল নামিয়েছিল মোহনবাগান। টম অ্যালড্রেড, আশিস রাই, শুভাশিস বোস, দীপ্পেন্দু বিশ্বাস। আক্রমণে দিমিত্রি পেত্রত্রাস, মনবীর সিং ও জেসন কামিংসকে রেখে দল সাজায় তারা। মাঝমাঠে ছিলেন অনিরুদ্ধ থাপা, দীপক টাঙরি ও সাহাল আব্দুল সামাদ। অন্যদিকে কোজো ম্যাটিক, আজিজবেক সুলতানভ ও মুহাম্মদজন রহিমভকে আক্রমণে রেখে খেলা শুরু করে এফসি রাভশান। তারাও চার ডিফেন্ডার নিয়ে ম্যাচ শুরু করে। কিন্তু গোলশূন্যভাবে ম্যাচ শেষ করে দুই দল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন