CFL: কলকাতা লিগের একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল! কবে থেকে লিগ শুরু জানেন?

People's Reporter: ১৩ টা করে ২৬ দলের দুটি গ্রুপ করা হয়েছে। গ্রুপ বি তে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
CFL: কলকাতা লিগের একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল! কবে থেকে লিগ শুরু জানেন?
ছবি - সংগৃহীত
Published on

প্রকাশিত হয়েছে কলকাতা লিগের গ্রুপবিন্যাস। একই গ্রুপে মোহনবাগান আর ইস্টবেঙ্গল। আগামী ২৫ জুন থেকে শুরু হবে কলকাতা লিগ। তার গ্রুপ পর্যায় হয়ে গেল বৃহস্পতিবার।

মোট ২৬টি দল রয়ছে। ১৩টি করে দল নিয়ে দুটি গ্রুপ করা হয়েছে। গ্রুপ বি তে রয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। অর্থাৎ এবছর কলকাতা লিগের ডার্বি দেখা যাওয়ার সুযোগ থাকবে। গত ৩ বারের চ্যাম্পিয়ন মহামেডান রয়েছে গ্রুপ এ তে।

সবথেকে বড়ো বিষয় গতবার গড়াপেটার কারণে পুলিশি তদন্তের আওতায় থাকা উয়াড়ি ও টালিগঞ্জ অগ্রগামিকেও গ্রুপে রাখা হয়েছে। যতদিন না দোষ প্রমাণ হয় ততদিন তারা লিগ খেলবে। যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাঁদের ম্যাচগুলো ওয়াক ওভার দেওয়া হবে।

খুব তাড়াতাড়ি কলকাতা লিগের সূচি ঘোষণা করা হবে। গতবার নৈহাটিতে ডার্বি হওয়া নিয়ে মোহনবাগানের সঙ্গে সমস্যা হয়। এবারেও কি নৈহাটিতে ডার্বি হবে নাকি যুবভারতী? আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, গুরুত্ব অনুযায়ী ডার্বির জায়গা ঠিক করা হবে। ৩ প্রধানের ম্যাচ ছাড়া নৈহাটি আর জেলায় খেলা হবে। ৩ প্রধানের কিছু ম্যাচ ফ্লাডলাইটে খেলা হবে।

এক নজরে লিগের গ্রুপ -

গ্রুপ এ - মহামেডান স্পোর্টিং, ডায়মন্ডহারবার এফসি, খিদিরপুর স্পোর্টিং, বিএসএস, কালীঘাট এমএস, এরিয়ান, আর্মি রেড, সুরুচি সংঘ, সার্দান সমিতি, মেসারাস ক্লাব, ইউনাইটেড এসসি, উয়াড়ি এবং পাঠচক্র।

গ্রুপ বি - ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর স্পোর্টিং, ইস্টার্ন রেল, কালীঘাট স্পোর্টস লাভারর্স অ্যাসোসিয়েশন, জর্জ টেলিগ্রাফ, রেনবো এসি, ক্যালকাটা কাস্টমস, পিয়ারলেস, রেলওয়েএফসি, ক্যালকাটা পুলিশ, পুলিশ এসি এবং টালিগঞ্জ অগ্রগামী।

CFL: কলকাতা লিগের একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল! কবে থেকে লিগ শুরু জানেন?
UEFA EURO 2024: ইউরো নিয়ে উন্মাদনা তুঙ্গে! দেখুন হলুদ কার্ড নিয়ে চালু হওয়া নয়া নিয়ম
CFL: কলকাতা লিগের একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল! কবে থেকে লিগ শুরু জানেন?
Sunil Chhetri: অবসরের পরেই ইউরোতে সুনীল! বিশেষ ভূমিকায় দেখা যাবে ভারতীয় আইকনকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in