Mohun Bagan: ইরান না যাওয়ার শাস্তি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে বহিষ্কৃত মোহনবাগান

People's Reporter: এএফসি জানিয়েছে, আর্টিক্যাল ৫.২ লঙ্ঘন করেছে মোহনবাগান। আর সেই মতো ধরে নেওয়া হয়েছে মোহনবাগান এসিএল টু থেকে নিজেদের নাম তুলে নিয়েছে।
Mohun Bagan: ইরান না যাওয়ার শাস্তি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে বহিষ্কৃত মোহনবাগান
ছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

গত ২ অক্টোবর যুদ্ধবিধ্বস্ত ইরানে নিরাপত্তার অভাবের কারণে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-তে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে যায়নি মোহনবাগান। মাঠে হাজির না থাকার কারণে ট্রাক্টর এফসিকে ৩ পয়েন্ট দিয়ে দেওয়া হয়। এবার শাস্তি দেওয়া হল মোহনবাগানকে।

এএফসি জানিয়েছে, আর্টিক্যাল ৫.২ লঙ্ঘন করেছে মোহনবাগান। আর সেই মতো ধরে নেওয়া হয়েছে মোহনবাগান এসিএল টু থেকে নিজেদের নাম তুলে নিয়েছে। তাই পরবর্তী পর্যায়ে মোহনবাগানকে আর দেখা যাবে না।

ইজরায়েলি হানায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হেজবুল্লাহর প্রধান নিহত হন। ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক জারি হয়। এই অবস্থায় মোহনবাগানের ৩৫ জন ফুটবলার নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে এএফসিকে চিঠি দেয়। যদিও কোনো উত্তর আসেনি। নিরাপত্তাজনিত বিষয়টি এএফসি, এআইএফএফ আর ভারতের বিদেশমন্ত্রককে জানায় মোহনবাগান। কোথাও থেকে কোনো উত্তর আসেনি। উল্লেখ্য, এসিএল ২-এ মোহনবাগানের প্রথম ম্যাচ ছিল রাভশানের বিরুদ্ধে যুবভারতীতে। সেই ম্যাচ ড্র করে বাগান।

এই মুহূর্তে যদিও আইএসএলে ফোকাস করছে মোহনবাগান। প্রথমদিকে ভালো না খেললেও মিনি ডার্বিতে মহামেডানকে ৩-০ তে হারিয়ে চনমনে দল। এরপর ১৯ অক্টোবর ডার্বি। বাগান অধিনায়ক শুভাশিস বসু বলেন, 'বেঙ্গালুরুতে হারের পর আমাদের মনে হয়েছিল, সব ম্যাচে হারতে পারি না আমরা। আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। এটাই আমাদের মোটিভেশন ছিল। আমাদের লিগ টেবলের শীর্ষে ওঠার জন্য এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই ঠিক করি, এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে'।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in