ইতিমধ্যে ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে হেরেছে। এবারে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু মূল পর্বের ড্রয়ে বেশ কঠিন গ্রুপেই রয়েছে মোহনবাগান। সবুজ-মেরুনের ম্যাচে কবে হবে তা প্রকাশ্যে এসেছে।
শুক্রবার মালেশিয়ায় কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বের ড্র হয়। গ্রুপ এ-তে রয়েছে মোহনবাগান। মোহনবাগানের গ্রুপে রয়েছে আল ওকরা (কাতার), ট্র্যাক্টর এফসি (ইরান) এবং এফসি রাভশান (তাজিকিস্তান)। এই গ্রুপ মনে হচ্ছে সবথেকে কঠিন গ্রুপ। আল ওকরা ২০২৩-২৪ কাতার স্টার লিগে চতুর্থ স্থানে শেষ করে এবং তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলার সুযোগ পায়। ২০০১-০২ মরশুমে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের পর এই প্রথমবার কাতারের এই দল এশিয়ার মঞ্চে খেলতে নামবে।
ইরানের ট্র্যাক্টর এফসি ২০২৩-২৪ পার্সিয়ান গালফ প্রো লিগে চতুর্থ স্থানে শেষ করে।এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে মোট ৩২টি দল অংশ নেবে। আটটি গ্রুপে ভাগ করা হয়েছে দলগুলিকে। হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলা হবে। ১৭ সেপ্টেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচগুলো চলবে। প্রত্যেক গ্রুপ থেকে সেরা দুটো দল শেষ ষোলোয় যাবে।২০২৫ সালের মার্চে কোয়ার্টার ফাইনাল। এপ্রিলে সেমিফাইনাল। ১৭ মে ২০২৫ ফাইনাল।
গতবার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার কারণে মোহনবাগান এই টুর্নামেন্টে খেলবে। গত কয়েকবছরে মোহনবাগানের এএফসি কাপ ভালো যায়নি। এবারে তারা ভালো পারফরমেন্স করার ব্যাপারে মরিয়া থাকবে।
একনজরে মোহনবাগানের সূচি -
বনাম এফসি রভশন - ১৮ সেপ্টেম্বর (যুবভারতী, সন্ধ্যা ৭.৩০), ২৭ নভেম্বর (অ্যাওয়ে)।
বনাম আল ওকরাহ - ২৩ অক্টোবর (যুবভারতী, সন্ধ্যা ৭.৩০), ৬ নভেম্বর, (আল জানৌব স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা)
বনাম ট্রাক্টর এফসি - ২ অক্টোবর (অ্যাওয়ে সন্ধ্যা ৭.৩০), ৪ ডিসেম্বর (যুবভারতী, রাত ৯.৩০)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন