Mohun Bagan: ডার্বিতে হ্যাটট্রিকের নায়ক কিয়ান সহ একাধিক ফুটবলারকে ছাড়তে চলেছে মোহনবাগান!

People's Reporter: জামশেদ নাসিরির ছেলে কিয়ান ২০২১-২২ ডার্বিতে হ্যাটট্রিক করে সকলের নজরে আসেন। কিন্তু চলতি বছর প্রচুর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।
কিয়ান নাসিরি
কিয়ান নাসিরিছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

আগামী মরসুমে ভালো দল করতে যেমন কিছু ভালো ফুটবলার নেবে মোহনবাগান ঠিক তেমনই ভালো পারফরমেন্স না করা কিছু প্লেয়ারকে ছেড়েও দেবে টিম বাগান। সূত্রের খবর কিয়ান নাসিরি, গ্লেন মার্টিন্স এবং হামতেকে ছাড়তে পারে সবুজ মেরুন ব্রিগেড।

জামশেদ নাসিরির ছেলে কিয়ান ২০২১-২২ ডার্বিতে হ্যাটট্রিক করে সকলের নজরে আসেন। কিন্তু চলতি বছর প্রচুর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। তাঁকে নিতে পারে কেরালা ব্লাস্টার্স। এদিকে ডিফেন্সিভ মিডফিল্ড গ্লেন মার্টিন্সকেও ছাড়বে ক্লাব। কারণ এই মরসুমে গ্লেনকেও তেমন পারফর্ম্যান্স করতে দেখা যায়নি। বেশিরভাগ ম্যাচে তাঁকে নামায়নি দল।

একইসঙ্গে হামতে ইস্টবেঙ্গল থেকে এলেও প্রত্যাশাপূরণ করতে পারেনি। অফ ফর্ম থেকে চোট সমস্যা তাঁর সঙ্গে ছিল। এদের বদলে ভালো ভারতীয় ফুটবলার টার্গেট মোহনবাগানের।

লিগ শিল্ড জিতলেও আইএসএলজিততে পারেনি মোহনবাগান। তবে চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামবে সবুজ মেরুন ব্রিগেড। বাগান কোচ হাবাস ফাইনাল হেরে জানান, 'সমর্থকদের জন্য খারাপ লাগছে। জয় দিয়ে শেষ করে ওদের কাছে বিদায় নিতে চেয়েছিলাম। কিন্তু সেটা হল না। হার-জিত নিয়েই ফুটবল। ফাইনাল পর্যন্ত দলের ছেলেরা অনেক লড়েছে। কিন্তু অতিরিক্ত ম্যাচ ওদের মানসিক ভাবে ক্লান্ত করে তুলেছে'।

কিয়ান নাসিরি
T-20 World Cup 2024: বিশ্বকাপে সন্ত্রাসবাদী হামলার ছক! আশঙ্কা ত্রিনিদাদের প্রধানমন্ত্রীর
কিয়ান নাসিরি
‘মেয়েরা হেরে গেল, জয়ী ব্রিজভূষণ’ - যৌন হেনস্থায় অভিযুক্তের ছেলেকে বিজেপির মনোনয়নে কুস্তিগীরদের ক্ষোভ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in