Mohun Bagan: ইরান না যাওয়ায় হচ্ছে না জরিমানা, তবে চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলার স্বপ্ন শেষ বাগানের

People's Reporter: খারাপ খবর হল চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে মোহনবাগানের নাম তুলে নেওয়ার বিষয়টিকেই এখনও মান্যতা দিচ্ছে এএফসি।
Mohun Bagan: ইরান না যাওয়ায় হচ্ছে না জরিমানা, তবে চ্যাম্পিয়ন্স লিগ ২ খেলার স্বপ্ন শেষ বাগানের
ছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

একদিকে ভালো অন্যদিকে খারাপ খবর মোহনবাগান সমর্থকদের জন্য। ভালো খবর হল ইরানে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে খেলতে না যাওয়ার কারণে জরিমানা দিতে হবে না সবুজ-মেরুন ব্রিগেডকে। তবে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের বিষয়টি বহাল রয়েছে।

যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতিতে মোহনবাগান ইরানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ ম্যাচ খেলতে যায়নি, সেই বিষয়টিকে বিবেচনা করে এএফসি মোহনবাগান সুপার জায়ান্টকে কোনও জরিমানা বা নির্বাসনের শাস্তি দিচ্ছে না। তবে খারাপ খবর হল চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ থেকে মোহনবাগানের নাম তুলে নেওয়ার বিষয়টিকে এখনও মান্যতা দিচ্ছে এএফসি। সেই সিদ্ধান্ত এখনও বহাল থাকবে স্পষ্ট জানিয়ে দিল এএফসি। ফলে মোহনবাগানের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র স্বপ্ন শেষ এই বছরের মত।

প্রসঙ্গত, নিরাপত্তার জন্য ইরানের ক্লাব ট্রাক্টর এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ম্যাচে খেলতে যায়নি মোহনবাগান। ইজরায়েলি হানায় ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হেজবোল্লাহর প্রধান নিহত হন। ইরানে ৫ দিনের রাষ্ট্রীয় শোক জারি হয়। নিরাপত্তাজনিত বিষয়টি এএফসি, এআইএফএফ আর ভারতের বিদেশমন্ত্রককে জানায় মোহনবাগান। বিদেশমন্ত্রকের পূর্ণ আশ্বাস ছাড়া ইরানে খেলতে যেতে রাজি হয়নি সবুজ-মেরুন।

মোহনবাগানের ৩৫ জন ফুটবলার সই করে টিম ম্যানেজমেন্টকে জানান সুরক্ষার অভাবে তাঁরা কেউ ইরানে খেলতে যেতে চান না। এএফসিকে মোহনবাগান জানিয়ে দেয় ইরানে খেলতে যাওয়া ভীষণ ঝুঁকিপূর্ণ। বিদেশমন্ত্রকের তরফ থেকেও কোনও সবুজ সংকেত আসেনি। ম্যাচটা অন্যত্র বা পিছিয়ে দেওয়ার জন্য আর্জি জানায় মোহনবাগান। তবে তাঁদের দাবি মানা হয়নি। এরপরই এএফসির শৃঙ্খলারক্ষা কমিটি পুরো বিষয় বিবেচনা করে মোহনবাগানকে জরিমানা এবং নির্বাসনের শাস্তি দিয়েছিল।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in