Super Cup 2023: গোকুলাম কেরালার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার কাপের যাত্রা শুরু করছে মোহনবাগান

গোকুলাম কেরালার পর আগামী ১৪ এপ্রিল জামশেদপুর এফসি এবং ১৮ এপ্রিল এফসি গোয়ার বিপক্ষে খেলবে মেরিনার্সরা।
গোকুলাম কেরালার বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান
গোকুলাম কেরালার বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগানছবি - এটিকে মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

আইএসএলের খেতাব ঘরে তুলেছে এটিকে মোহনবাগান। এবার হুয়ান ফেরান্দোর লক্ষ্য সুপার কাপ। শনিবার থেকেই পর্দা উঠছে সুপার কাপের। প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে শ্রীনিধি ডেকান এবং ব্যাঙ্গালুরু এফসি। আগামী সোমবার মাঠে নামছে আইএসএল জয়ী এটিকে মোহনবাগান। রবিবার দুপুরে কোঝিকোড়ে উড়ে যাচ্ছে মেরিনার্সরা।

সোমবার গোকুলাম কেরালা এফসির বিরুদ্ধে কঠিন ম্যাচ দিয়েই সুপার কাপের যাত্রা শুরু করবে মেরিনার্সরা। মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫-২ গোলে হারিয়ে সুপার কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে গোকুলাম।

সুপার কাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়াম এবং মাঞ্জেরির পায়ানাদ স্টেডিয়ামে। কেরালা যাওয়ার আগে বাগান কোচ ফেরান্দোর নিজের লক্ষ্যের কথা জানালেন। তিনি বলেন, "গোকুলাম বনাম মহামেডান ম্যাচটা টিভিতে দেখেছি। কোচ বদলের পর পুরো গোকুলাম টিমের আক্রমণের ধারা অনেক বদলে গিয়েছে। অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে ওরা। বিশেষ করে ওদের বিদেশী ফুটবলাররা বেশ ভালো খেলছে। যে কোনও টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। আমাদের কাছে প্রথম ম্যাচটা ফাইনাল ধরেই মাঠে নামতে হবে। জিতে শুরু করতে চাই। সেটাই আমার কাছে এখন লক্ষ্য।"

ঘরের মাঠে গোকুলামের বিপক্ষে লড়াই যে সহজ হবে না তা মেনে নিয়েছেন ফেরান্দো। তবে তা নিয়ে তিনি চিন্তিত নন। গোকুলাম কেরালার পর আগামী ১৪ এপ্রিল জামশেদপুর এফসি এবং ১৮ এপ্রিল এফসি গোয়ার বিপক্ষে খেলবে মেরিনার্সরা।

সুপার কাপের ম্যাচে রবিবার মাঠে নামবে কলকাতার আর এক প্রধান ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ওড়িশা ফুটবল ক্লাব। এরপর ১৩ এপ্রিল হায়দরাবাদ এফসি এবং ১৭ এপ্রিল আইজল এফসির বিপক্ষে নামবে লাল হলুদ বাহিনী।

গোকুলাম কেরালার বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান
মোহনবাগানের প্রাক্তন গোলকিপারকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা ইস্টবেঙ্গলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in