মোহনবাগানের নামের আগে থেকে এটিকে সরিয়ে আগেই সমর্থকদের মন জয় করেছেন সঞ্জীব গোয়েঙ্কা। এবার আগামী মরসুমে টিমের জার্সি কেমন হবে সেই বিষয়ে সমর্থকদের মতামত নেবেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার।
মোহনবাগান সুপার জায়ান্ট অফিসিয়াল পেজ থেকে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে বার্তা দেওয়া হয়েছে, ‘এটা আমাদের জার্সি। সকলে মিলেই ডিজাইন করব।’
গত কয়েক মরসুমে এটিকের সাথে জার্সি নিয়েও ক্ষোভ ছিল সবুজ মেরুন সমর্থকদের। এবার জার্সি ডিজাইনের ক্ষেত্রে মতামত দেবেন সমর্থকরাই। সেই অনুযায়ী জার্সির ডিজাইন হবে। তবে কলকাতা লিগে মোহনবাগান যুব দল পুরনো জার্সি পড়েই নামবে বলে খবর।
সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলেরও কর্ণধার। মোহনবাগানকে সম্মান জানাতে চলতি আইপিএলে ইডেনে হওয়া কেকেআরের বিরুদ্ধে ম্যাচে দলকে সবুজ মেরুন জার্সিতে মাঠে নামান তিনি। গত মরশুমে আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পর আগামী মরশুমের জন্যও হুয়ান ফেরান্দোকে কোচের পদে বহাল রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সবুজ-মেরুন বাহিনী নতুন মরশুম শুরু করবে এএফসি কাপের ম্যাচ দিয়ে। এএফসি এখনও চূড়ান্ত সূচী প্রকাশ করেনি। তবে ফেরান্দো তাঁর দল নিয়ে অনুশীলনে নেমে পড়বেন ১৫ জুলাই থেকে।
আরও এক মরসুমের চুক্তির পর ফেরান্দোর প্রতিক্রিয়া, “আগামী মরশুমেও মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হিসেবে কাজ করার সুযোগ পাওয়ায় আমি খুশি। এই জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে আমি কৃতজ্ঞ। প্রতিশ্রুতি দিচ্ছি, আগামী মরশুমেও সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা গতবারের চ্যাম্পিয়ন। তাই সমর্থকদের কাছে আমাদের দায়িত্ব ও প্রত্যাশা অনেক বেশি। এবার দল আরও শক্তিশালী হচ্ছে। আইএসএলে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য থাকবে এএফসি কাপে ভালো ফল করা।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন