ত্রিমুকুট জয় হল না মোহনবাগানের। যুবভারতীতে মোহনবাগানের কাছে হেরে লিগ শিল্ড হেরেছিল মুম্বই সিটি এফসি। আর এই যুবভারতীতেই মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে লিগ শিল্ড হারের বদলা নিয়ে নিজেদের দ্বিতীয় আইএসএল ট্রফি ঘরে তুলল মুম্বই।
এদিন ম্যাচের শুরু থেকেই মুম্বই আক্রমণ নির্ভর ফুটবল খেলে। ভাগ্য সহায় থাকলে এদিন প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় মুম্বই। ম্যাচের ২৫ মিনিটে মুম্বই খুব ভালো জায়গায় ফ্রি-কিক পায়। তবে ছাংতের দুর্বল শটে সুযোগ হাছাড়া হয় মুম্বইয়ের। ২৯ মিনিটে দিয়াজকে মাপা পাস বাড়ান রাহুল ভেকে। দিয়াজ আবার ছাংতেকে প্রথম টাচে পাস খেলেন। ডান দিক থেকে গোল লক্ষ্য করে শট নেন ছাংতে। কিন্তু সেটা ফিনিশিং টার্গেটের বাইরে চলে যায়। ৩১ মিনিটে মুম্বই সিটি এফসি বক্সের প্রান্তে আবার একটি ফ্রি-কিক পায়। আবার সেই ছাংতে শট নেন। কিন্তু সেটা ক্রসবারে গিয়ে লাগে। ৩৯ মিনিটে ফের ছাংতের শট পোস্টে লাগে।
তবে গোলের সুযোগ আসতেই মোহনবাগান গোল করে নেয়। প্রথমার্ধে ৪ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। প্রথমার্ধের শেষ সময়ে বাগানের পরিত্রাতা হন সেই বিশ্বকাপার জেসন কামিন্স। ৪৪ মিনটে পেত্রাতোস দূর থেকে একটি গোলমুখী শট নেন কিন্তু গোল হয়নি। তবে ফিরতি বল পেয়েই কামিংস গোল করেন। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় মুম্বই। ৫৩ মিনিটে মনবীরকে বুড়ো আঙুল দেখিয়ে বল জালে জড়ান পেরেরা দিয়াজ। নোগুয়েরার কাছ থেকে বল পেয়েছিলেন দিয়াজ। তিনি বক্সের মধ্যেই ছিলেন। গোলের সুযোগ হাতছাড়া করলেন না। ৬১ মিনিটে ফের গোলের সুযোগ পায় মুম্বই। জয়েশকে লক্ষ্য করে বল বাড়ান ছাংতে। জয়েশ বক্সের মাঝেই ছিলেন। কিন্তু তিনি ঠিক করে ফিনিশ করতে পারেননি। এরপরেও গোলের আশা ছাড়েনি মুম্বই। তার ফল পাওয়া গেলো। ম্যাচের ৮২ মিনিটে বিপিন সিং মুম্বইয়ের ব্যবধান বাড়ান। আর সঙ্গে সঙ্গে গোটা যুবভারতী স্টেডিয়ামে নেমে আসে নীরবতা।
অতিরিক্ত ৯ মিনিট সময় দেওয়া হলেও কোনো সুবিধা করতে পারেনি মোহনবাগান। উল্টে শেষ সময়ে একপ্রকার মোহনবাগান ডিফেন্স আর গোলকিপিংকে পাড়ার ফুটবলে নামিয়ে গোল করলেন মুম্বইয়ের ভজটস।
যদিও ফাইনালেও যুবভারতী কিন্ত ভরলো না। যে ১০ হাজার টিকিট মুম্বই নেয় সেই পরিমাণ দর্শক কিন্তু তাঁদের ছিল না। রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতা আম্বানিরাও আসেন নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন