Mohun Bagan: জল্পনার অবসান, মেসির বিরুদ্ধে খেলা কামিংসকে সই করালো সবুজ মেরুন

কামিংস বলেন, মোহনবাগানের একটা শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও গৌরবের ইতিহাস রয়েছে। আমি আশাবাদী আগামী তিন বছর মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এনে দিতে পারব।
মেসির সাথে জেসন কামিন্স
মেসির সাথে জেসন কামিন্সছবি - সংগৃহীত
Published on

অবশেষে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির বিরুদ্ধে খেলা অস্ট্রেলিয়ার স্ট্রাইকার জেসন কামিংসকে দলে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ভক্তদের জন্য এটা বিরাট উপহার তা বলাই যায়।

এর আগে দিমিত্রি পেত্রাতোসকে দলে নিয়েছে মোহন বাগান। রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন দিমিত্রি পেত্রাতোস। সেখান থেকে সরাসরি মোহনবাগানে সই করেন অজি স্ট্রাইকার। এবার আরও এক বিশ্বকাপারকে তুলে নিল হুয়ান ফেরান্দোর দল। কাতার বিশ্বকাপে মেসির বিরুদ্ধে খেলেছেন অজি স্ট্রাইকার কামিন্স। কামিংসের সঙ্গে তিন বছরের চুক্তি সই করেছে মোহনবাগান।

মোহনবাগানে যুক্ত হওয়ার পর কামিংস বলেন, "ইন্ডিয়ান সুপার লিগ এখন 'এ' লিগের ফুটবলারদের কাছে দারুণ গুরুত্ব পাচ্ছে। গত কয়েক বছর ধরেই আমি ভারতীয় ক্লাব ফুটবলের উপর নজর রাখছিলাম। মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে আমাকে যখন খেলার প্রস্তাব দেওয়া হয় তখন আমি এই ক্লাবের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করি। জানতে পারি, ভারতীয় ফুটবলে মোহনবাগানের একটা শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও গৌরবের ইতিহাস রয়েছে। তা ছাড়াও এই ক্লাব গতবছর ভারতীয় ফুটবলে সেরা ক্লাবের মর্যাদা পেয়েছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়ে।"

তিনি আরও বলেন, "আমি আশাবাদী আগামী তিন বছর মোহনবাগানের ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি এনে দিতে পারব। যখন আমি দলের কোচ হুয়ান ফেরান্দো এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলি তখন বুঝতে পারি যে শুধু আইএসএল চ্যাম্পিয়ন হয়ে থেমে থাকতে রাজি নন ওঁরা। মোহনবাগান সুপার জায়ান্টের লক্ষ্য এএফসি কাপের মতো প্রতিযোগিতায় ভাল ফল করে এশিয়াতে বা আন্তর্জাতিক মঞ্চে ক্লাবকে প্রতিষ্ঠা করা। ক্লাব ম্যানেজমেন্টের এই ভাবনা ও দর্শনের সঙ্গে আমার মানসিকতার মিল রয়েছে। কারণ আমিও চাই, জেতার উদগ্র মানসিকতা নিয়ে সব টুর্নামেন্টে নামুক আমার ক্লাব। চ্যাম্পিয়ন হওয়াটাকেই সবসময় পাখির চোখ করে ঝাঁপাক সবাই"।

কোচ হুয়ান বলেন, 'ওর মত আক্রমণ নির্ভর ফুটবলারকে পাওয়ায় আমাদের শক্তি আরও বাড়বে। আমরা সবাই জানি ওর দক্ষতা। বিশেষ করে একের বিরুদ্ধে একের ক্ষেত্রে কামিংস অসাধারণ। একজন সদ্য বিশ্বকাপ খেলা ফুটবলার ভারতে খেলতে আসতে রাজি হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে আইএসএলের জনপ্রিয়তা ঠিক কতটা।'

মেসির সাথে জেসন কামিন্স
কলকাতা লিগের টেলিকাস্ট জলের দামে বিক্রি IFA-র! কোথায় দেখতে পাবেন লিগ জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in