চলতি আইএসএল-এ ফিরতি ডার্বির সময় নিয়ে জট তৈরি হয়েছিল। তা কাটার পরই টিকিট নিয়ে শুরু বিতর্ক। এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, ফলে আয়োজক ইস্টবেঙ্গলই। একই ম্যাচের দুই দিকের গ্যালারির টিকিটের ভিন্ন দাম নিয়ে উঠছে প্রশ্ন। ইস্টবেঙ্গলের যে গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা, ওই একই দিকের মোহনবাগান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা। যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মোহনবাগান সমর্থকরা। এবার এই ইস্যুতে ইস্টবেঙ্গলকে একহাত নিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত।
দেবাশিস বলেন, 'এটা আমার ভাবনার বাইরে। আমাদের হোম ম্যাচের সময় ওদেরই কর্তারা বলেছিলেন, আমরা নাকি সাধারণের কথা ভেবে টিকিটের দাম ঠিক করিনি। এই ম্যাচে এত পার্থক্য কেন? ওনারা গলা ফাটিয়ে বলেন আমরা ভিখিরি। সেই কারণেই কি নিজেদের টিকিটের দাম কমিয়ে রাখলেন, আর মোহনবাগান সমর্থকদের জন্য টিকিটের দাম বাড়িয়ে দিলেন আশ্চর্য হয়ে যাচ্ছি।'
এর প্রতিবাদে ডার্বি টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান। আজ প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেই ঘোষণা করেছে সবুজ-মেরুন শিবির। বিবৃতিতে মোহনবাগান লিখেছে, “ফুটবলকে কালিমালিপ্ত করেছে ইস্টবেঙ্গল। পৃথিবীর ইতিহাসে কোথাও এমন ঘটনা ঘটেনি যে কোনও ম্যাচে আয়োজক দলের সমর্থকদের থেকে প্রায় দ্বিগুণ টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে অ্যাওয়ে দলের সমর্থকদের। কলকাতা ডার্বির ইতিহাসে এটা লজ্জাজনক ঘটনা।”
এরপরেই ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'মোহনবাগান প্রথম ডার্বিতে যে টিকিটের দাম রেখেছিল, ওদের গ্যালারির জন্য সেই দামই রাখা আছে। একেবারে একরকম ভাবে সেই দাম রাখা হয়েছে। আমাদের সমর্থকদের জন্য আমাদের গ্যালারির টিকিটের দামে ছাড় দিয়েছি। যারা সারা বছর মাঠে এসে আমাদের খেলা দেখে, দলকে সমর্থন করে তাদের জন্য আমরা ছাড় দিয়েছি। এতে অন্যায় তো কিছু দেখছি না। যারা ফুটবল ভালোবাসে তারা মাঠে আসবেই।'
একনজরে ডার্বির টিকিটের দাম দেখে নিন ------East Bengal c2 right : 400
Mohun Bagan c2 left : 500
East Bengal c3 right : 200
Mohun Bagan c3 left : 350
East Bengal c1 right : 200
Mohun Bagan c1 left : 350
East Bengal B3 : 100
Mohun Bagan D3 : 250
East Bengal B1 : 100
Mohun Bagan D1 : 300
East Bengal B2 : 200
Mohun Bagan D2 : 400
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন