'অনেকে ভাবে মোহনবাগানকে হারালাম মানেই চ্যাম্পিয়ন' - নাম না করে ইস্টবেঙ্গলকে কটাক্ষ বাগান সচিবের

দেবাশিস দত্ত বলেন, 'মুম্বইকে হারালাম বলেই তো আমরা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলাম না। সেমিফাইনাল নিয়ে, এফসি গোয়া নিয়ে ভাবতে হবে। অনেকে ভাবে মোহনবাগানকে হারালাম মানেই চ্যাম্পিয়ন।'
মোহনবাগান সচিব দেবশিস দত্ত
মোহনবাগান সচিব দেবশিস দত্তছবি - সংগৃহীত
Published on

রবিবার মুম্বই এফসিকে ৩-১ গোলে হারায় মোহনবাগান সুপার জায়ান্ট। মুম্বইকে হারিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। ম্যাচ জিতেই ইস্টবেঙ্গলকে খোঁচা দিলেন তিনি।

দেবাশিস দত্ত বলেন, 'দল তৈরী ছিল না। নতুন দল। আমি বলেছিলাম সময় দিতে হবে। দল ঘুরে দাঁড়াবে। সেটাই হল। আমরা আন্ডারডগ ছিলাম। কিন্তু ছেলেরা ভালো ফুটবল খেলেছে।'

এরপরেই বাগান সচিব ইস্টবেঙ্গলের নাম না করে বলেন, 'মুম্বইকে হারালাম বলেই তো আমরা ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলাম না। সেমিফাইনাল নিয়ে, এফসি গোয়া নিয়ে ভাবতে হবে। অনেকেভাবে মোহনবাগানকে হারালাম মানেই চ্যাম্পিয়ন।'

কারণ ৪ বছর পরে ডার্বিতে মোহনবাগানকে হারায় ইস্টবেঙ্গল। বাগানকে হারিয়ে লাল হলুদ সমর্থকদের উন্মাদনা ছিল দেখার মতো। মহামেডান ক্লাবের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইস্টবেঙ্গলের খারাপ সময় যাচ্ছে বলা মাত্রই লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন মোহনবাগানকে হারিয়েছি আমরা। তখন মুখ্যমন্ত্রীও দেবব্রতর উদ্দেশ্যে বলেছিলেন, 'মোহনবাগানকে হারিয়ে একটা ম্যাচ জিতলে কী হবে? বাংলা থেকে চ্যাম্পিয়ন হতে হবে।'

উল্লেখ্য, সেমিফাইনালে ইস্টবেঙ্গল খেলবে আগামী মঙ্গলবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে আর মোহনবাগান বৃহস্পতিবার খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। বাংলার দুই প্রধান যদি জেতে তাহলে আগামী রবিবার ফাইনালে ফের একবার ডার্বি উপহার পাবে বাংলার ফুটবল প্রেমীরা।

মোহনবাগান সচিব দেবশিস দত্ত
Neeraj Chopra: ফের ইতিহাস গড়লেন ‘সোনার ছেলে’, বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম ভারতীয় হিসাবে সোনা জয় নীরজের
মোহনবাগান সচিব দেবশিস দত্ত
Asia Cup 2023: বিরাট নাকি বাবর! ভারত-পাক দ্বৈরথে কাকে এগিয়ে রাখছেন প্রাক্তন অজি তারকা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in