আসন্ন মরসুমে ডিফেন্স শক্ত করতে জোর দিচ্ছে মোহনবাগান। সেই কারণে মোহনবাগান সুপার জায়ান্ট দলে নিল অস্ট্রেলিয়ার এ লিগের অন্যতম সেরা ব্রিটিশ ডিফেন্ডার টম অ্যালড্রেডকে।
কেরালা ব্লাস্টার্স আর ইস্টবেঙ্গলের নজর ছিল এই ফুটবলারের দিকে। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে অ্যালড্রেডকে নিল মোহনবাগান। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের।
ব্রিসবেন রোর দলের অধিনায়ক ছিলেন অ্যালড্রেড। ২০১৯ সাল থেকে গত মরসুম পর্যন্ত তিনি খেলেছেন এ লিগের ক্লাব ব্রিসবেন রোরের হয়ে। চার মরসুমে ব্রিসবেনের হয়ে ১০৪টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। গোল বাঁচানোর পাশাপাশি গোলও করেছেন।
টম বলেন, 'আমি মোহনবাগানে যোগ দিতে পেরে খুবই খুশি। সবুজ মেরুন জার্সি পরতে পারা সম্মানের। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। আমি ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় খেলেছি। এবার ভারতে খেলব। আইএসএল এবং এসিএলে শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতিনিধিত্ব করার অপেক্ষায়। আমি মোহনবাগানের ইতিহাস সম্বন্ধে অবগত। প্রত্যেক ম্যাচে নিজের সেরাটা দেওয়ার জন্য তৈরি। ক্লাবকে সাফল্য, ফ্যানদের আনন্দ দিতে চাই। ভারতে যাওয়ার অপেক্ষায়।'
মোহনবাগানের নতুন কোচ হোসে মলিনা বলেন, 'টম অ্যালড্রেড একজন অভিজ্ঞ প্লেয়ার। আমাদের ডিফেন্সকে শক্ত করবে। ওর শারীরিক গঠন ভালো। ও যে কোনও ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন