Mohun Bagan: নতুন বছরে চাকরি বাঁচাতে জয় ছাড়া পথ নেই বাগান হেডস্যারের

People's Reporter: কোচ জুয়ান ফেরান্দোর কাছে এই বছরটা চ্যালেঞ্জের। চাকরি টিকিয়ে রাখতে হলে প্রথম চারের মধ্যে আইএসএলে থাকতে হবে। হার দিয়ে বছর শুরু হলেই চাকরি যাবে এটা একপ্রকার নিশ্চিত।
মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো
মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোছবি সংগৃহীত
Published on

আইএসএল আর ডুরান্ড কাপ জিতে ২০২৩ শুরু করলেও বছরটা ভালো ভাবে শেষ হয়নি। এএফসিতে ভরাডুবি, আর আইএসএলে মোহনবাগানের হারের হ্যাটট্রিক দলকে ছিন্নভিন্ন করেছে। সেখান থেকেই ঘুরে দাঁড়াতে চায় মোহনবাগান।

জানুয়ারিতে হেক্টরের জায়গায় নতুন বিদেশী চাইছে টিম বাগান। নতুন বছরে দুর্দান্ত একটা দল তৈরি করলেও মরশুমের শুরুতেই দুঃসংবাদ আসে মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে। মরশুমের শুরুতে ভারতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়ে কার্যত সারা মরশুমের জন্যই ছিটকে যান আশিক কুরুনিয়ান। এখান থেকেই বিপর্যয়ের শুরু।

আশিকের পর চোট পেয়ে যান আনোয়ার আলিও। তাঁরও দ্রুত মাঠে ফেরা অনিশ্চিত। আনোয়ার আলির অনুপস্থিতিতে দলের রক্ষণ অনেকটা দুর্বল হয়ে পড়ে। ব্রেন্ডান হ্যামিল, হেক্টর ইউস্তে, শুভাশিস বোস, আশিস রাই-রা অবশ্য দলকে ভরসা জোগান। কিন্তু ফুল মার্কস পাননি তাঁরা।

অস্ট্রেলীয় স্ট্রাইকার পেট্রাটসও চোটের তালিকায় নাম লিখিয়েছিলেন। তবে তিনি তাঁর হ্যামস্ট্রিং সমস্যা সারিয়ে মাঠে ফিরে আসেন। জেসন কামিংস, আরমান্দো সাদিকুরা দলকে নিয়মিত গোল করে সাহায্য করতে পারেননি। এর মাঝেই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখে আশিস রাই, হেক্টর ইউস্তে ও লিস্টন কোলাসোর সাসপেন্ড হওয়া। বছরের শেষে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁরা খেলতে পারেননি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম দু’জন ফিরলেও লিস্টন কোলাসো ফিরতে পারেননি।

কোচ জুয়ান ফেরান্দর কাছে এই বছরটা চ্যালেঞ্জ এর। চাকরি টিকিয়ে রাখতে হলে প্রথম চারের মধ্যে আইএসএলে থাকতে হবে। হার দিয়ে বছর শুরু হলেই চাকরি যাবে এটা একপ্রকার নিশ্চিত। তবে জুয়ান ঘুরে দাঁড়াবেন মনে করছেন বাগান সমর্থকরা। গতবারও এই জায়গা থেকে তিনি ঘুরে দাঁড়ান এবং দলকে ট্রফি দেন।

মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো
Vinesh Phogat: পিএমও-তে ঢুকতে বাধা, কর্তব্য পথেই খেলরত্ন ও অর্জুন পুরস্কার রেখে এলেন কুস্তিগীর ভিনেশ
মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো
এশিয়ান কাপের দল ঘোষণা স্টিমাচের, ২৬ জনের দলে দুই প্রধানের কারা সুযোগ পেলেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in