ডার্বিতে বড়রা যতই নিরাশ করুক না কেন ছোটরা কিন্তু মান রাখছে ইস্টবেঙ্গলের। রিলায়েন্স যুব লিগের গত ডার্বি ড্রয়ের পরে শুক্রবারেও ১-১ ব্যবধানে ড্র হল ডার্বি। যদিও এদিন নৈহাটিতে জিততেই পারত লাল হলুদ ব্রিগেড। ম্যাচের প্রথম থেকেই খেলা হয় বেশ হাড্ডাহাড্ডি। মাঠও ভরেছিল। ৪১ মিনিটে স্পট কিক থেকে দারুণ গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন দীপ সাহা।
প্রথমার্ধে ইস্টবেঙ্গল এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধেও তাদের আক্রমণ জারি ছিল। আর গোল খাওয়ার পর সমতা ফেরাতে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় সবুজ-মেরুন। ৭৬ মিনিটে গোল পেয়ে যায় মোহনবাগান। গোল করেন ফরদিন আলি মোল্লা। ফরদিন আইএসএলেও খেলেছেন। এদিন ২ দলেরই সিনিয়র দলের একাধিক ফুটবলার ম্যাচে অংশগ্রহণ করেন। এদিন লাল কার্ড দেখতে হয় সুমিত রাঠিকে।
তবে ম্যাচে জিততে না পারলেও টুর্নামেন্টের ফেভারিট মোহনবাগানকে এদিন রুখে দিল ইস্টবেঙ্গল। সেই কারণে লাল হলুদের ছোটদের কোচ বিনো জর্জ এর জন্য কোনো প্রশংসাই যেন যথেষ্ট নয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন