Mohun Bagan: কোস্টারিকার অস্কারকে দলে চাইছে মোহনবাগান, চিন্তা শুধু ডিফেন্ডারের চোট নিয়ে

People's Reporter: বর্তমানে আল ওয়াহেদা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ অস্কার দুয়ার্তে। খেলেন সৌদি প্রো লিগে। আল ওয়াহেদার সঙ্গে তাঁর চুক্তি রয়েছে এই বছরের ২৯ জুন পর্যন্ত।
অস্কার দুয়ার্তে
অস্কার দুয়ার্তেছবি - সংগৃহীত
Published on

আগামী মরসুমে আরও শক্তিশালী দলগঠনে নজর দিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারে তাঁদের নজরে কোস্টারিকার সেন্টার ব্যাক অস্কার দুয়ার্তে। বর্তমানে আল ওয়াহেদা ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। খেলেন সৌদি প্রো লিগে। আল ওয়াহেদার সঙ্গে তাঁর চুক্তি রয়েছে এই বছরের ২৯ জুন পর্যন্ত। তবে এইসময়ে দাঁড়িয়ে চোট সমস্যায় অস্কার। সেই জন্য অপেক্ষা করছে মোহনবাগান ম্যানেজমেন্টও। অস্কারের চোটের ওপর ভিত্তি করেই মোহনবাগান তাঁকে নেবে।

প্রসঙ্গত, এর আগে টমি জুরিখকে নিয়েও মোহনবাগান এরকম সমস্যায় পড়েছিল। সবুজ মেরুন ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিলেন তিনি। কিন্তু চোটের কারণে তাঁকে দলে নিতে পারেনি মোহনবাগান। এরপর টমি জুরিখের জায়গায় নেওয়া হয়েছিল জেসন কামিংসকে।

গত মরসুমের আগে দলবদলে বেশ কয়েকটি চমক দেয় মোহনবাগান। কাতার বিশ্বকাপে নামা সেন্টার ফরোয়ার্ড জেসন কামিংস ও আলবানিয়ার জাতীয় দলের হয়ে ইউরো ২০১৬-য় খেলা সেন্টার ফরোয়ার্ড আরমান্দো সাদিকুকে দলে নেয় বাগান। গত বছর দলে যোগ দেওয়া অস্ট্রেলিয়ার তারকা অ্যাটাকার দিমিত্রি পেত্রত্রাস তো ছিলেনই। এঁরাই ছিলেন দলের প্রধান চালিকা শক্তি, দলের ৫০টি গোলের মধ্যে ৩০টি করেন যাঁরা। কামিংস ১২টি গোল করেন, দিমিত্রি ১০টি ও সাদিকু ৮টি।

রক্ষণে ভরসা ছিলেন গত মরসুমে দলে যোগ দেওয়া ব্রেন্ডান হ্যামিল, আশিস রাই ও পুরনো সঙ্গী শুভাশিস বোস। সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে খেলা স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে। এছাড়াও এফসি গোয়া থেকে সবুজ-মেরুন শিবিরে যোগ দেন ভারতীয় দলের নিয়মিত ডিফেন্ডার আনোয়ার আলি। যিনি মরশুমের শুরু থেকেই ছিলেন ফর্মের তুঙ্গে।

অস্কার দুয়ার্তে
EPL: ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে হার! ম্যান ইউ ম্যানেজারের পদত্যাগের দাবি সমর্থকদের
অস্কার দুয়ার্তে
IPL 2024: 'ট্রাভিষেক' ঝড়ে বিধ্বস্ত লখনউ, ১০ ওভারেই খেলা শেষ করে রেকর্ড হায়দরাবাদের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in