AFC Cup: ঢাকা আবহনীর বিরুদ্ধে কি তারকা বিদেশি ছাড়াই নামতে হবে মোহনবাগানকে?

শোনা যাচ্ছে ঢাকা আবাহনী কিছু খেপের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে। তবে এসব নিয়ে চিন্তা করছেন না জুয়ান। তিনি বলেন, আমি প্রতিপক্ষ নিয়ে সেভাবে ভাবছি না।
প্র্যাকটিসে শুভাশিষ বোস
প্র্যাকটিসে শুভাশিষ বোসছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

মঙ্গলবার এএফসি কাপের প্লে-অফে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও মোহনবাগান। শেষ ম্যাচে মাচিন্দ্রা এফসির বিরুদ্ধে ৩-১ গোলে জয় পায় মোহনবাগান। তবে এবারে লড়াই কঠিন।

শোনা যাচ্ছে ঢাকা আবাহনী কিছু খেপের খেলোয়াড়দের নিয়ে মাঠে নামছে। তবে এসব নিয়ে চিন্তা করছেন না জুয়ান। তিনি বলেন, "আমি প্রতিপক্ষ নিয়ে সেভাবে ভাবছি না। ওদের দলে ৯ জন বিদেশি রয়েছে, আমাদেরও ৬ জন বিদেশি রয়েছে। আমরা আমাদের দলের পারফরম্যান্স নিয়ে ভাবতে চাই। আশা করছি আমরা যদি নিজেদের সেরা ফুটবল খেলতে পারি আমাদের হারানো কঠিন হবে।"

গত ম্যাচে চোট পাওয়া আশিক কুরুনিয়ান ও দিমিত্রি পেত্রাতস কিন্তু এখনও মোহনবাগানের চিন্তা। যদিও বাগান কোচ বলেন, "ওরা এখন সুস্থ রয়েছেন। তবে আগামীকাল ম্যাচে খেলবেন কিনা এখনই বলা সম্ভব নয়। আমরা আজ অনুশীলন করবো। তারপর সিদ্ধান্ত নেব। তবে ওরা ফিট রয়েছে। একসঙ্গে কলকাতা লিগ, ডুরান্ড কাপ, এএফসি কাপ খেলতে হচ্ছে। এরমধ্যে দিয়েই আমাদের ভালো পারফরম্যান্স করতে হবে।"

গত বছর এপ্রিলে এই আবাহনী লিমিটেডকেই হারিয়ে গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে মোহনবাগান। মে মাসে গ্রুপ পর্বে তারা গোকুলম কেরালা এফসি-র কাছে ২-৪-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ ও মলদ্বীপের মাজিয়াকে ৫-২ গোলে হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-৩ গোলে হেরেছিল এটিকে মোহনবাগান। ৯০ মিনিট পর্যন্ত এক গোলে পিছিয়ে থাকার পর ফারদিন আলি মোল্লার গোলে সমতা আনে তারা। কিন্তু স্টপেজ টাইমে পরপর দু’গোল খেয়ে ম্যাচ হেরে যায়।

প্র্যাকটিসে শুভাশিষ বোস
Asia Cup: এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা ভারতের, দলে এলেন শ্রেয়স-রাহুল
প্র্যাকটিসে শুভাশিষ বোস
'যতদিন ইচ্ছা খেলবে' - বিরাটের ওয়ান ডে খেলা বন্ধ করা নিয়ে শোয়েবের মন্তব্যের পাল্টা সৌরভ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in