টানা দু’টি ম্যাচে জয়ের পর এবার মোহনবাগান সুপার জায়ান্ট নামবে চেন্নাইয়ন এফসি-র ঘরের মাঠে। এটিই চলতি লিগে তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। এতদিন ঘরের মাঠে টানা জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।
এই প্রসঙ্গে বাগান কোচ হুয়ান ফেরান্দো বলেন, "ঘরের মাঠে ম্যাচ খেলার চেয়ে প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচ খেলা অনেক কঠিন। গত কয়েকটা ম্যাচ দেখলে বুঝবেন, ঘরের মাঠে দলগুলো জিতছে। কিন্তু বাইরে গিয়ে পুরো পয়েন্ট পাওয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে। আমরা ঘরের মাঠে দুটো ম্যাচে জিতে ওখানে যাচ্ছি। শনিবার প্রথম অ্যাওয়ে ম্যাচ আমাদের। দুটো ম্যাচে জেতার পর আমাদের দলও অবশ্য ভাল খেলবে। আশা করি, দুই দলে মধ্যে ভাল লড়াই হবে"।
এতদিন চেন্নাইয়ের হয়ে খেলতেন বাগানের অনিরুদ্ধ থাপা। দক্ষিণের দলের হয়ে ১২৫টি ম্যাচ খেলেছেন থাপা। মাঝমাঠ সামলানোর পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। চেন্নাইয়নের হয়ে মোট ১২টি গোল করেছেন এবং ১৭টি গোলে অ্যাসিস্টও করেছেন। গত আইএসএল মরশুমে ১৬টি ম্যাচ খেলে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেন থাপা। ডুরান্ড কাপেও পাঁচটি ম্যাচে দুটি গোল করেন। এবার সেই চেন্নাইয়নের বিরুদ্ধেই তাঁকে মাঠে নামতে হবে।
অনিরুদ্ধ থাপা বলেন, "চেন্নাইয়নে আমি অনেক বছর খেলেছি। তাই ওদের বিরুদ্ধে মাঠে নামাটা কঠিন ঠিকই। কিন্তু পেশাদার হিসেবে এটা আমাকে করতেই হবে। এখন আমি মোহনবাগানের ফুটবলার, সবুজ-মেরুন জার্সির সম্মান রাখতেই মাঠে নামব"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন