মেসির বিরুদ্ধে খেলা এই ফুটবলারের জন্য বিপুল অর্থ খরচ করবে মোহনবাগান!

বিশ্বকাপে খেলা স্ট্রাইকারকে দলে নিতে হলে মোট সাড়ে ৯ কোটি টাকা দিতে হবে সবুজ-মেরুন ক্লাবকে।
জেসন কামিন্স
জেসন কামিন্সছবি - সংগৃহীত
Published on

এটিকে নাম সরে যাওয়ার পরে ফের মোহনবাগান সমর্থকদের জন্য আসতে চলেছে সুখবর। সবুজ-মেরুন জার্সি গায়ে চাপাতে চলেছেন কাতার বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার ফুটবলারকে দলে নিতে চলেছে মেরিনার্সরা।

জেসন কামিন্সের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন মোহনবাগান কর্তারা। সূত্রের খবর, কামিন্সকে দলে নিতে ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে। তাঁর ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে ট্রান্সফার ফি হিসেবে দিতে হবে ৩ কোটি টাকা। বিশ্বকাপে খেলা স্ট্রাইকারকে দলে নিতে হলে মোট সাড়ে ৯ কোটি টাকা দিতে হবে সবুজ-মেরুন ক্লাবকে।

এত টাকা দিয়ে সঞ্জীব গোয়েঙ্কা একজন স্ট্রাইকারকে কি সই করাবেন? সূত্রের খবর, অজি স্ট্রাইকারের সঙ্গে তাঁর বেতন কমানোর ব্যাপারে কথাবার্তা বলছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। তিনি যদি সাড়ে সাত কোটি টাকার জায়গায় পাঁচ কোটি টাকায় রাজি হয়ে যান সে ক্ষেত্রে কামিন্সকেই সই করাবে মোহনবাগান।

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগানের মূল বিনিয়োগকারী সংস্থার মালিক সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, পরের মরসুমে দুই-এক জন ফুটবলারকে তাঁরা বদল করতে পারেন। সে ক্ষেত্রে শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে দলে নেওয়া ফ্রেডরিকো গালেগোকে ছাঁটাই করতে পারে সবুজ-মেরুন।

এই মরসুমে স্ট্রাইকার সমস্যায় ভুগতে হয়েছে মোহনবাগানকে। দিমিত্রি পেত্রাতোসকে স্ট্রাইকারের জায়গায় ব্যবহার করা হলেও, এই জায়গায় তিনি অভ্যস্ত নন। তবুও এই মরসুমে মোহনবাগানের হয়ে সবচেয়ে বেশি গোল তাঁর পা থেকেই পেয়েছে সবুজ-মেরুন ক্লাব। যদিও মোহনবাগান এএফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচেই ফোকাস করছে এখন।

জেসন কামিন্স
মোহনবাগানের পর ইস্টবেঙ্গলের নামেও রাস্তা হচ্ছে শিলিগুড়িতে
জেসন কামিন্স
পার্টিতে মহিলার সাথে অভব্য আচরণ দিল্লির ক্রিকেটারের, বিতর্কের মুখে শৃঙ্খলাবিধি জারি সৌরভের দলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in