Durand Cup: বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ডুরান্ড কাপ অভিযান শুরু করবে বাগান, কী বলছেন কোচ বাস্তব রায়?

বাস্তব রায় বলেন, আমরা যে বিভাগে রয়েছি সেটা গ্রুপ অফ ডেথ বলতে পারেন। কিন্তু সবুজ মেরুন জার্সি যে প্রতিযোগিতায় খেলতে নামে সেখানেই সব ম্যাচ জেতা ও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে।
বৃহস্পতিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে মোহনবাগান
বৃহস্পতিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে মোহনবাগান ছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

বৃহস্পতিবার যুবভারতীতে ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। ডুরান্ড কাপে কি শুধু জুনিয়র দল খেলবে? নাকি সিনিয়র দলকেও দেখা যাবে? এই উত্তরে ম্যাচের আগেরদিন ডুরান্ড কাপে কোচ হিসেবে থাকা বাস্তব রায় জানান, ডুরান্ড কাপের প্রস্তুতির জন্য মনবীর সিং-হুগো বুমোসদের সঙ্গে অনুশীলন করেছেন কিয়ান নাসিরি-হামতেরাও। তবে ডুরান্ড কাপের শেষের দিকে সিনিয়র দলের একাধিক ফুটবলারকে দলে সুযোগ দেওয়া হতে পারে।

এই প্রতিযোগিতায় মোহনবাগানের কোচের ভূমিকায় থাকছেন বাস্তব রায়। মোহনবাগানের মিডিয়া টিমকে তিনি বলেন, "আমরা যে বিভাগে রয়েছি সেটা গ্রুপ অফ ডেথ বলতে পারেন। ডুরান্ড কাপের সবথেকে কঠিন বিভাগ। কিন্তু সবুজ মেরুন জার্সি যে প্রতিযোগিতায় খেলতে নামে সেখানেই সব ম্যাচ জেতা ও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে। আমরা সেটা মাথায় রেখেই মাঠে নামব। সিনিয়র ফুটবলারদের মধ্যে যাঁরা বেশিদিন অনুশীলন করেছেন, তাঁদের অনেকে তৈরি। যুব দল তো লিগ খেলছেই। সব মিলিয়ে আমরা টিম নামাব। লিগের মতোই ডুরান্ড কাপও ফুটবলারদের কাছে নিজেকে মেলে ধরার সেরা মঞ্চ। সেটা সবাই জানে।"

প্রতিপক্ষ বাংলাদেশ দলকে নিয়ে বাস্তব জানান, বাংলাদেশ সেনা দল যথেষ্ট শক্তিশালী। ইন্ডিপেন্ডেন্স কাপ জিতে এসেছে। বেশ কিছু ভালো ফুটবলার আছে বলে শুনেছি। তবে আমাদের যুব দলও লিগের ম্যাচে এখনও অপরাজিত। সেই দলের সঙ্গে আরও কিছু ফুটবলার যুক্ত হবে। ফলে ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে। নিজেদের মাঠে সেরাটা দেওয়ার জন্য আমরা তৈরি।"

ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়াও মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বাংলাদেশ আর্মির মধ্যে ম্যাচে উপস্থিত থাকবেন একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। এছাড়াও মাঠে উপস্থিত থাকবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান মনোজ পাণ্ডে।

বৃহস্পতিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে মোহনবাগান
IND VS WI: 'বিলাসিতা চাই না কিন্তু...' - ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের ভূমিকায় হতাশ হার্দিক পাণ্ডিয়া
বৃহস্পতিবার ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচ খেলবে মোহনবাগান
Mohun Bagan: হুয়ানের সহকারি হিসেবে এই প্রাক্তন ফুটবলারকে আনতে চলেছে মোহনবাগান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in