স্বপ্নপূরণ মোহনবাগানের। যুবভারতীতে মুম্বই এফসিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মত লিগ শিল্ড ঘরে তুলল মোহনবাগান। এরফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে শতবর্ষ প্রাচীন ক্লাব। এদিন বাগানের হয়ে গোল দুটি করেন লিস্টন কোলাসো আর জেসন কামিংস।
এদিন প্রথম তিন মিনিটের মধ্যেই গোলের সুযোগ তৈরি করে মোহনবাগানের দিমিত্রি। কিন্তু গোল হয়নি। এরপরে ৬ মিনিটে কর্নার পায় মুম্বই। কিন্তু বাগানের ডিফেন্স আটকে দেয় তাদের। ১৪ মিনিটে মুম্বইয়ের মেহেতাব সিং হেড মারেন। চলে যায় বিশাল কাইথের হাতে।
১৮ মিনিটে ছাংতকে ফাউল করে হলুদ কার্ড দেখেন শুভাশিস। তবে ২০ মিনিটে অনিরুদ্ধ থাপার সেন্টার হেড মারেন লিস্টন। তবে সেটা বার পোস্টে লেগে ফিরে আসে। হতাশ হয় গোটা গ্যালারি।
২৯ মিনিটে গোল পায় মোহনবাগান। দিমিত্রির পাসে গোল করেন লিস্টন কোলাসো। উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা গ্যালারি। ৩৪ মিনিটে ছাংতের জোরালো শট সেভ করেন বিশাল কাইথ। ৩৯ মিনিটে আপুইয়াকে বাধা দিয়ে হলুদ কার্ড দেখেন মনবীর। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও দুই দলই গোলের খাতা কিছুতেই খুলতে পারছিল না। অবশেষে ৮০ মিনিটে দিমিত্রির সাজানো পাসে মুম্বই বক্সে গিয়ে অসাধারণ গোল করেন জেসন কামিন্স। ৮৮ মিনিটে আবার মোহনবাগান বক্সে ছাংতের জোরালো শটে ব্যবধান কমায় মুম্বই। এরপর বাগানের হ্যামিল হাতাহাতিতে জড়িয়ে পড়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। অতিরিক্ত ৮ মিনিট সময় দেওয়া হয়।
এদিন প্রায় ৬২ হাজার মোহনবাগান সমর্থক মাঠে আসেন। প্রিয় দলের জয়ে উল্লাসে মাতেন তাঁরা। বাজি ফাটানো, মোবাইলের ফ্ল্যাশ সবই দেখা দেয়। গ্যালারিতে এদিন আবার ম্যাচ দেখতে আসেন লখনউ সুপার জায়ান্ট অধিনায়ক কে এল রাহুল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন