এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি এএফসি কাপেরও সূচি তৈরি হয়েছে। নেইমার যে ভারতে আসছেন তা একপ্রকার নিশ্চিত। মুম্বই এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলবে এবং মোহনবাগান ও ওড়িশা এফসি খেলবে এএফসি কাপ। ভারতের এই দুই ক্লাব (মোহনবাগান এবং ওড়িশা) একই গ্রুপে (ডি) রয়েছে। বাকি দুই দল হলো বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের মাজিয়া। মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর ওডিশা এফসি-র বিরুদ্ধে।
উল্লেখ্য, গত বার গ্রুপ পর্বে গোকুলাম কেরালা এফসি-র কাছে ৪-২ গোলে-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ এবং মলদ্বীপের মাজিয়াকে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে তৎকালীন এটিকে মোহনবাগান। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-০ গোলে পিছিয়ে থেকে ১-১ সমতা ফেরায়। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি সবুজ-মেরুন শিবির। পর পর ২ গোল হজম করতে হয় তাদের। ফলে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়।
একনজরে মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি কাপ গ্রুপ ম্যাচের সূচি -
১৯ সেপ্টেম্বর - মোহনবাগান বনাম ওড়িশা এফসি (ভুবনেশ্বর, সন্ধ্যা ৭.৩০)।
২ অক্টোবর - মোহনবাগান বনাম মাজিয়া এসআরসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)।
২৪ অক্টোবর - মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস (কলকাতা, সন্ধ্যা ৫.৩০)।
৭ নভেম্বর - মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস (ঢাকা, রাত ৮.০০)।
২৭ নভেম্বর - মোহনবাগান বনাম ওড়িশা এফসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)।
১১ ডিসেম্বর - মোহনবাগান বনাম মাজিয়া এসআরসি (মালে, সন্ধ্যা ৭.৩০)।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন