AFC Cup 2023: একনজরে দেখুন মোহনবাগানের এএফসি কাপের ক্রীড়াসূচি

মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর ওডিশা এফসি-র বিরুদ্ধে।
AFC Cup 2023: একনজরে দেখুন মোহনবাগানের এএফসি কাপের ক্রীড়াসূচি
ছবি - মোহনবাগানের ফেসবুক পেজ
Published on

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি এএফসি কাপেরও সূচি তৈরি হয়েছে। নেইমার যে ভারতে আসছেন তা একপ্রকার নিশ্চিত। মুম্বই এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলবে এবং মোহনবাগান ও ওড়িশা এফসি খেলবে এএফসি কাপ। ভারতের এই দুই ক্লাব (মোহনবাগান এবং ওড়িশা) একই গ্রুপে (ডি) রয়েছে। বাকি দুই দল হলো বাংলাদেশের বসুন্ধরা কিংস ও মলদ্বীপের মাজিয়া। মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর ওডিশা এফসি-র বিরুদ্ধে।

উল্লেখ্য, গত বার গ্রুপ পর্বে গোকুলাম কেরালা এফসি-র কাছে ৪-২ গোলে-এ হারলেও বাংলাদেশের বসুন্ধরা কিংসকে ৪-০ এবং মলদ্বীপের মাজিয়াকে ৫-২-এ হারিয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে ওঠে তৎকালীন এটিকে মোহনবাগান। কিন্তু ইন্টার জোনাল সেমিফাইনালে কুয়ালালামপুর এফসি-র কাছে ১-০ গোলে পিছিয়ে থেকে ১-১ সমতা ফেরায়। কিন্তু সেই ব্যবধান ধরে রাখতে পারেনি সবুজ-মেরুন শিবির। পর পর ২ গোল হজম করতে হয় তাদের। ফলে ৩-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়।

একনজরে মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি কাপ গ্রুপ ম্যাচের সূচি -

১৯ সেপ্টেম্বর - মোহনবাগান বনাম ওড়িশা এফসি (ভুবনেশ্বর, সন্ধ্যা ৭.৩০)।

২ অক্টোবর - মোহনবাগান বনাম মাজিয়া এসআরসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)।

২৪ অক্টোবর - মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস (কলকাতা, সন্ধ্যা ৫.৩০)।

৭ নভেম্বর - মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস (ঢাকা, রাত ৮.০০)।

২৭ নভেম্বর - মোহনবাগান বনাম ওড়িশা এফসি (কলকাতা, সন্ধ্যা ৭.৩০)।

১১ ডিসেম্বর - মোহনবাগান বনাম মাজিয়া এসআরসি (মালে, সন্ধ্যা ৭.৩০)।

AFC Cup 2023: একনজরে দেখুন মোহনবাগানের এএফসি কাপের ক্রীড়াসূচি
Neeraj Chopra: এক থ্রো-তেই বিশ্ব চ্যাম্পিয়নশীপের ফাইনাল ও প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন নীরজের
AFC Cup 2023: একনজরে দেখুন মোহনবাগানের এএফসি কাপের ক্রীড়াসূচি
East Bengal: কোচ কুয়াদ্রাতের জন্যই ইস্টবেঙ্গল ছাড়লেন এই বাঙালি ফুটবলার!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in