আগামী ২৩ সেপ্টেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে আইএসএলের অভিযান শুরু করবে মোহনবাগান। সেই ম্যাচে অভিনব সিদ্বান্ত নিল গঙ্গাপাড়ের ক্লাব। যা শোনার পর উচ্ছ্বসিত সমর্থকরা।
১৮৮৯ সালে প্রতিষ্ঠা হয়েছিল মোহনবাগান। সেই বিষয়টিকে সামনে রেখে যুবভারতী ক্রীড়াঙ্গনের উত্তরদিকে বি২ স্ট্যান্ডের নাম রাখা হয়েছে '১৮৮৯ স্ট্যান্ড'। আর পূর্ব দিকের গ্যালারির সি২ স্ট্যান্ডের নতুন নাম রাখা হয়েছে '১৯১১ স্ট্যান্ড'। ওই সালে ব্রিটিশদের হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। ঐতিহাসিক দুটি বর্ষকে মাথায় রেখেই এই নতুন নামকরণ করলো তারা। মোহনবাগান বনাম পাঞ্জাব ম্যাচের দিন এই নামই থাকবে দুটি স্ট্যান্ডের।
মোহনবাগান বনাম পাঞ্জাব ম্যাচের টিকিট বুক মাই শো'তে অনলাইনে বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সেই ম্যাচ হবে রাত ৮ টায়। টিকিটের নূন্যতম মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।
এর মধ্যেই আবার সবুজ-মেরুন শিবিরে দুঃসংবাদ। তারকা উইঙ্গার আশিক কুরুনিয়ান ভারতীয় দলের হয়ে থাইল্যান্ডে কিংস কাপে খেলতে গিয়ে চোট পেয়েছেন। এই নিয়ে অবশ্য স্পষ্ট কোনও খবর নেই বলে জানান বাগান কোচ। তিনি বলেন, "আশিকের চোট নিয়ে আমি বেশি কিছু জানি না। ওকে ডাক্তার দেখাতে হবে তারপরে সিদ্ধান্ত নেব। ওর চোটের ব্যাপারে ফেডারেশনই আমাদের জানিয়েছে। আমার দলের প্রত্যেকেই খুবই গুরুত্বপূর্ণ। তাই কেউ চোট পেয়ে ছিটকে গেলে আমি হতাশ হয়ে যাই। তবে এটা ফুটবলেরই অঙ্গ এবং ওকে সাহায্য করাটা এখন আমাদের দায়িত্ব। ওর জন্য নির্দিষ্ট পরিকল্পনা ছিল। এখন জানিনা ও কবে ফের সুস্থ হয়ে উঠবে। আমাদের অপেক্ষা করতে হবে ওর জন্য"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন