Mohun Bagan: 'সবুজ-মেরুন জার্সির আবেগ সবার আগে' - নতুন জার্সি প্রকাশ করে জানালেন সঞ্জীব গোয়েঙ্কা

জার্সি উন্মোচন করে গোয়েঙ্কা বলেন, তাঁদের কাছে সবুজ মেরুন জার্সির আবেগ সবার আগে। সবসময় তাঁরা ভালো দল করার চেষ্টা করেন।
প্রকাশ্যে মোহনবাগানের নতুন জার্সি
প্রকাশ্যে মোহনবাগানের নতুন জার্সিছবি - মোহনবাগান সুপার জায়ান্টের ফেসবুক পেজ
Published on

নতুন মরসুমের জন্য মোহনবাগানের জার্সি প্রকাশিত হল। মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার মোমিনপুরের অফিসে সঞ্জীব গোয়েঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বকাপার তথা বাগানের নতুন ফুটবলার জেসন কামিংস এবং বাগানের নতুন ভারতীয় ফুটবলার অনিরুদ্ধ থাপা।

জার্সিতে রয়েছে আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্ট-র ছায়া। জার্সি উন্মোচন করে গোয়েঙ্কা বলেন, তাঁদের কাছে সবুজ মেরুন জার্সির আবেগ সবার আগে। সবসময় তাঁরা ভালো দল করার চেষ্টা করেন।

জার্সি উদ্বোধনের অনুষ্ঠানে বিশ্বকাপার জেসন কামিংস জানান, 'এ লিগে খেলেই আমি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি ঠিক। কিন্তু এখন মোহনবাগানের মতো বড়ো ক্লাবে খেলেই অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চাই। বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে খেলেছিলাম। দারুণ একটা মুহূর্ত ছিল। আমরা ভালো খেলেছিলাম। গ্ৰুপ থেকে পরের রাউন্ডে উঠেছিলাম। তবে, আর্জেন্টিনার কাছে আমরা হেরে বিদায় নিয়েছিলাম, আর ওরাই বিশ্বকাপ জিতেছে'।

কলকাতার ডার্বি সম্পর্কেও মন্তব্য করেন কামিংস। তিনি বলেন, মোহনবাগানের হয়ে প্রত্যেক ম্যাচেই প্রচুর গোল করার চেষ্টা করব। সেটা ডার্বি হোক বা অন্য ম্যাচ। আমি ডার্বি নিয়ে উত্তেজিত। আগে থেকেই ডার্বি নিয়ে জানি।

পাশাপাশি তিনি আরও জানান, এখানে প্রচুর সমর্থক রয়েছেন। এখানকার ফ্যানদের প্যাশন দেখে খুব ভালো লাগলো। আমি বড়ো ম্যাচে খেলতে ভালোবাসি। আমি বড় ম্যাচের খেলোয়াড়। ভারতীয় ফুটবল নিয়ে আমি আগেই জানতাম।

প্রকাশ্যে মোহনবাগানের নতুন জার্সি
CFL: বৃষ্টিভেজা নৈহাটিতে এগিয়ে থেকেও বিএসএসের বিরুদ্ধে ম্যাচ ড্র ইস্টবেঙ্গলের
প্রকাশ্যে মোহনবাগানের নতুন জার্সি
IND vs WI: দলে নেই ঋষভ, কিন্তু তাঁর ব্যাট থেকেই এলো হাফ সেঞ্চুরি! জেনে নিন আসল রহস্য

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in