বাংলাদেশের একাদশে জায়গা পেয়েই একা লড়াই করলেন মমিনুল হক। সর্বোচ্চ ৮৪ রান করলেন তিনি। তবে মমিনুলের বড় ইনিংস সত্বেও উমেশ-অশ্বিনের দাপটে বাংলাদেশের প্রথম ইনিংস বেশিদূর এগিয়ে যায়নি। ২২৭ রান করেই অল আউট হয়ে যায় টাইগার্সরা। শেষ বিকেলে কোনো উইকেট না খুইয়েই মিরপুর টেস্টের প্রথম দিন পার করে দিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ১৯ রান। প্রথম দিনের শেষে শুবমন অপরাজিত রয়েছেন ১৪ রানে এবং অধিনায়ক রাহুল ৩ রানে। দ্বিতীয় দিনে কত দূর এগিয়ে যাবে ভারতের ইনিংস? সেটা সময় বলবে।
দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মধ্যাহ্নভোজনের বিরতির আগে দু উইকেট হারিয়ে ৮২ রান তোলে স্বাগতিকরা। দলগত স্কোর ৩৯ রানের মাথায় দুই ওপেনার শান্তো (২৪) এবং জাকির হাসান (১৫) ফিরে যাওয়ার পর দলের হাল ধরেছিলেন মমিনুল এবং শাকিব। তবে মধ্যাহ্নভোজনের বিরতির পরেই ফিরে যান শাকিব। মাত্র ১৬ রান করেই উমেশ যাদবের শিকার হয়ে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক।
মিডিল অর্ডার এবং টেল এন্ডারের ব্যাটাররা কেউই বড় রানের দেখা পাননি। একা লড়াই করেছিলেন মমিনুল। ১৫৭ বল খেলে ৮৪ রান করেন তিনি। মুশফিকুর রহিম করেন ২৬ রান। লিটন দাসের ব্যাটে আসে ২৫ রান। ওয়ান ডে সিরিজে দুর্দান্ত খেলা মেহেদী হাসান মিরাজ ১৫ রান করেই সাজঘরের রাস্তা দেখেন।
ভারতের হয়ে বল হাতে অনবদ্য পারফর্ম্যান্স করেন উমেশ যাদব এবং রবিচন্দ্রন অশ্বিন। উমেশ ১৫ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান খরচ করে তুলে নিয়েছে ৪ টি উইকেট। অশ্বিন ২১.৫ ওভারে ৭১ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়েছেন। দীর্ঘ ১২ বছর পর টেস্ট দলে সুযোগ পাওয়া উনাদকাট নিয়েছেন জোড়া উইকেট।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন