অবশেষে গৌতম গম্ভীরের দাবি মানতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI। ভারতের বোলিং কোচ হিসেবে বেছে নেওয়া হল দক্ষিণ আফিকার প্রাক্তন তারকা মর্নি মর্কেলকে। জনপ্রিয় এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় এমনটাই জানান বোর্ড সচিব জয় শাহ।
ভারতীয় কোচের দায়িত্ব পাওয়ার পরই গম্ভীর দাবি করেছিলেন বোলিং কোচ হিসেবে মর্নি মর্কেলকে নিয়োগ করতে। কিন্তু বোর্ড প্রথমে রাজি হয়নি। বোর্ডের ইচ্ছা ছিল ভারতীয় কাউকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করার। কিন্তু বুধবার জয় শাহ জানান, মর্নি মর্কেলকে ভারতীয় বোলিং কোচ হিসেব নিয়োগ করা হয়েছে।
২০১৪ সালে আইপিএল-র নিলামে মর্নি মর্কেলকে দলে নিয়েছিলেন তৎকালীন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীর। দু'জনে একসাথে অনেকটা সময় কাটিয়েছেন। এছাড়া লখনউ সুপার জায়ান্টের বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলে ছিলেন মর্কেল। সেই সময় লখনউ-র কোচ ছিলেন গম্ভীর। তাঁদের জুটি অনেক সাফল্যও এনে দিয়েছে। এখন দেখার ভারতীয় দলে কতটা কার্যকর হয় এই জুটি।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য গম্ভীরের অন্যতম প্রধান শর্ত ছিল দলের জন্য সমস্ত সিদ্ধান্ত তিনিই একাই নেবেন। সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ পছন্দ করবেন না গম্ভীর। কিন্তু তাঁর সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট হচ্ছিল বোর্ড। বোলিং কোচ হিসেবে মর্নি মর্কেলের পাশাপাশি ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসকে চেয়েছিলেন গম্ভীর। কিন্তু বোর্ড জানায়, বিদেশির বদলে ভারতীয় কাউকে ফিল্ডিং কোচ করা হবে। গৌতম গম্ভীরের সমস্ত সাপোর্ট স্টাফ যাতে ভারতীয়ই হন সেই দিকেই বেশি জোর দেবে বিসিসিআই। এখন দেখার বোর্ডের পরবর্তী পদক্ষেপ কী হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন