বুধবার উদ্বোধন করা হয়েছে মোতেরার নব নির্মিত স্টেডিয়াম। উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এরপরেই স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। কিন্তু স্টেডিয়াম উদ্বোধনের পরেই বদলে গেলো তার নাম। প্রথমে গুজরাট স্টেডিয়াম ও পরে আমেদাবাদের ওই স্টেডিয়ামের নাম রাখা হয় সর্দার প্যাটেল স্টেডিয়াম। কিন্তু আজ সর্দার বল্লভভাই প্যাটেলের নামের পরিবর্তে স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম।
এদিন স্টেডিয়াম উদ্বোধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজ্জেজু সহ বিসিসিআই সচিব জয় শাহ, গুজরাটের রাজ্যপাল, উপ মুখ্যমন্ত্রী সহ অনেকেই। অমিত শাহ এদিন জানান, মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী চেয়েছিলেন মোতেরাকে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম হিসেবে তৈরি করার। প্রধানমন্ত্রী হওয়ার পর সর্দার প্যাটেল স্টেডিয়ামের নবনির্মাণ শুরু হয়। প্রায় পাঁচ বছর ধরে তৈরি করা হয় এই স্টেডিয়াম এবং খরচ হয় প্রায় ৮০০ কোটি টাকা। তাই নরেন্দ্র মোদীর নামেই এখন থেকে পরিচিতি পাবে মোতেরার স্টেডিয়াম।
অমিত শাহ আরও জানান এই স্টেডিয়ামকে ঘিরে গড়ে তোলা হবে একটি ক্রীড়াঙ্গন। যার নাম দেওয়া হবে সর্দার বল্লভভাই প্যাটেল ক্রীড়াক্ষেত্র। এছাড়াও আমেদাবাদের নারাণপুরায় একটি ক্রীড়াঙ্গন তৈরি করা হবে। এই তিন জায়গা মিলিয়ে অলিম্পিকের মতো আন্তর্জাতিক খেলা আয়োজন করা যেতে পারে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন