দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম জাতীয় স্তরের কোনও মোটর স্পোর্টসের আসর বসতে চলেছে। আগামী ১৮-১৯ নভেম্বর সোনারপুরের (কালিকাপুর) জ্যোতির্ময় পাবলিক স্কুলে INDIAN NATIONAL AUTOCROSS CHAMPIONSHIP EAST ZONE QUALIFIER – এর আসর বসতে চলেছে।
এই ধরণের মোটর স্পোর্টসের আয়োজক হিসেবে জ্যোতির্ময় পাবলিক স্কুল হল পশ্চিমবঙ্গের প্রথম স্কুল। যারা MOTOR SPORTS ASSOCIATION OF EASTERN INDIA-র হাত ধরে এই প্রতিযোগিতার আয়োজক হিসেবে এগিয়ে এসেছে।
কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই খেলার কথা জানালেন MOTOR SPORTS ASSOCIATION OF EASTERN INDIA-র সভাপতি সৌরভ চ্যাটার্জি। তিনি বলেন, ১৮ ও ১৯ নভেম্বর – এই দুই দিনের মোটর স্পোর্টসে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নিতে চলেছেন।
টু হুইলার ও ফোর হুইলার - দুটি বিভাগে থাকছে পাঁচটি ক্যাটাগরি। এই প্রতিযোগিতা আসলে স্পিড ইভেন্ট। পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খন্ড,ওড়িশা থেকেও প্রতিযোগী আসছেন।
তিনি আরও বলেন, "জ্যোতির্ময় পাবলিক স্কুলের ফুটবল মাঠের পিছনে ট্র্যাক তৈরি হচ্ছে। জ্যোতির্ময় স্কুল কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসনীয়। আশা করছি সুষ্ঠুভাবে প্রতিযোগিতাটি করতে পারবো।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন